Daily Gazipur Online

গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক রাসেল সরকারের উদ্যোগে ৫৭টি ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা নিম্ন আয়ের ঘরবন্ধি মানুষের কথা চিন্তা করে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের ব্যক্তিগত উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল থেকে যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডের ৬ হাজার নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন। ঈদ সামগ্রীর মধ্যের রয়েছে ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, সেমাই, চিনি, লবন, ডাল।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন বাদল, যুবলীগ নেতা রাহাত খান, পূবাইল থানা যুবলীগ নেতা আমিনুল ইসলাম মোল্লা, আব্দুল আলীম, এইচ এম মামুন, আশরাফুল আলম, গুলজার হোসেন টুটুল, ২৬নং ওয়ার্ড যুবলীগ নেতা সোহানুর রহমান সোহান, ২২নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহজাহান সিরাজ, নূরুজ্জামান টিপু, ৪০নং ওয়ার্ড যুবলীগ নেতা সম্রাট হোসেন, মোস্তাফিজুর রহমান শিপন, ২৩নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক সাখাওয়াত হোসেন, ৩০নং ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস রুমন প্রমুখ। এ সময় গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, করোনা ভাইরাসের শুরু থেকেই অদ্যবধি স্বাস্থ সুরক্ষা রক্ষা করে আমার ব্যক্তিগত উদ্যোগে গাজীপুরের বিভিন্ন ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আমার কাছে জাতীয় পরিচয়পত্র দেখাতে হয় না। যার খাবারের প্রয়োজন তাকেই খাবার পৌঁছে হয়েছে। বর্তমানে ঈদকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে প্রথম ধাপে ৫৭টি ওয়ার্ডের ৬ হাজার নিম্ন আয়ের পরিবারের জন্য ঈদ উপহার পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি।