
ডেইলি গাজীপুর প্রতিবেদক: দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের অংশ হিসেবে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ২৬নং বিট পুলিশিং কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আজ ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এস.আই পরিমল বিশ্বাস এর সভাপতিত্বে ও এ.এস.আই সোহাগ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রো পলিটন পুলিশের পরিদর্শক ক্র্যাইম এন্ড অপস্ আতিকুর রহমান। অনুষ্ঠান উদ্ভোধন করেন, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর খন্দকার নূরুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএমপি গোয়েন্দা শাখার এস.আই তানভীর আহমেদ, মুন্সিপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাহিদ হোসেন চৌধুরী, মুন্সিপাড়া সচেতন যুব সমাজের সভাপতি মোঃ সাঈদ রানা, সাধারন সম্পাদক মোঃ মাসুম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন বিজয় প্রমুখ। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। সমাবেশে অংশ গ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করেন। দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ পুলিশ বাহিনী। বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে এবং থাকবেন বলে দৃঢ় পত্যয় ব্যক্ত করেন।






