ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলার সকল সাংবাদিকদের রেজিস্ট্রারভুক্ত সংগঠন গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)-রেজি নং ৪৭৪৪ -এর প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২০ইংরেজী রোজ শনিবার সকাল সাড়ে ১০টায় শিববাড়ি মোড়স্থ ইউরোবাংলা রেষ্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে জেলার খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধা ও বিশষ্ট ব্যক্তিদের ‘ভাওয়াল পদক’ ও গুণীজন সংবর্ধনা এবং মুজিব বর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সেমিনারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলী অবজারভারের সম্পাদক সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মো.জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আজমত উল্লাহ খান ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।