গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর ২০২৩-২০২৪ সালের নির্বাচনী তফসিল ঘোষণা

0
66
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের বৃহৎ সংগঠন গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর কার্যনির্বাহী পরিষদ- ২০২৩-২০২৪ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ রোববার (০৪) ডিসেম্বর সকালে প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম নির্বাচন কমিশনার বায়েজিদ হোসেন ও শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল সূত্রে জানা যায়, আগামী রবিবার (২৫ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১০ই ডিসেম্বর, একদিন পরেই মনোয়ন পত্র বিক্রির তারিখ ১১ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৩ই ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১৫ই ডিসেম্বর। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ই ডিসেম্বর বিকাল ৩টা পর্যন্ত। আগামী ২৫ ডিসেম্বর রবিবার সকাল ১০থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে। এতে সংগঠনের সদস্যগণ ভোট প্রদান করতে পারবেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোট গণনা শেষে একইদিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। গত ৩০ নভেম্বর ১ম সাধারণ সভায় দেশ-রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার, যায়যায়দিন পত্রিকার মহানগর প্রতিনিধি মোঃ বায়েজিদ হোসেন ও ইংরেজি পত্রিকা মর্নিং গেøারীর জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়। উল্লেখ্য, গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরাম এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন- ২০২৩-২০২৪ এর মধ্য দিয়ে প্রথম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here