ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদেরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় তারগাছ এলাকায় গাজী বাড়ি ফাউন্ডেশন এর উদ্যোগে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়। গাজী বাড়ি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি গাজী আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাইদুজ্জামান সোহেল এবং আমির হামজা রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহি, মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ, ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, গাছা থানা তাতীলীগের সভাপতি ইমরান হোসেন সানী সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ৩৭নং ওয়ার্ডে নব-নির্বাচিত কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী বিল্লাল হোসেন মোল্লা, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, ৩২ নাং ওয়ার্ড কাউন্সিল রফিকুল ইসলাম রফিক, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসাইন, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমির হামজা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ হাসনা হেনাসহ ১৫ জন নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দকে সংবিধান দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল বলেন, আজকে এখানে যাদেরকে সংবর্ধনা দেয়া হলো তারা সকলেই আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। সুতরাং আমি আশা করব আপনারা যে প্রত্যাশা নিয়ে তাদেরকে নির্বাচিত করেছেন নিশ্চয়ই তারা আপনাদের সেই প্রত্যাশা পূরণ করবে। অবশেষে অনুষ্ঠানে গণ সংবর্ধনা দেওয়ার জন্য কাউন্সিলরদের পক্ষ থেকে গাজী ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আলোচনা সভা শেষে গাছা জোনের ও টঙ্গী জোনের সকল কাউন্সিলর দের সংবধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গাজীপুর সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের গণসংবর্ধনা
