Daily Gazipur Online

গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মোঃ শাহজালাল দেওয়ান: ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার’র এই শ্লোাগানকে সামনে রেখে গাজীপুর মাটি ও মানুষের নেতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান এমপির নির্দেশ মোতাবেক মুজিব শতবর্ষে মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসুচি উদ্ধোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলার নুরুল ইসলাম নুরু। আজ বুধবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ডের হিমারদিগী এলাকায় শতাধিক ফলজ,বনজ,ও ঔষধি গাছের চারা রোপণ করেন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলার নুরুল ইসলাম নুরু । বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুর রশিদ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হক কোম্পানি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন, ৪৬নং ওয়ার্ড আওয়ালীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা দলিল উদ্দিন দুলু, আব্দুর রশিদ, মিজানুর রহমান রিংকু, রায়হান আহমেদ প্রান্ত, মাহমুদুল হাসান সোহেল,, ৪৬ নং কাউন্সিলর সচিব কামরুল ইসলাম অভি প্রমুখ।এসময় ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, প্রতিটি নাগরিক যেন তার নিজ উদ্যোগে তিনটি করে গাছের চারা রোপন করেন,তারই ধারাবাহিকতায় আমার ওয়াডের ফাকা জায়গা খুজে খুজে আমি শতাধিক ফলোজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার উদ্যোগ গ্রহণ করেছি,, প্রতিটি নাগরিক যেন এই উদ্যোগটি গ্রহণ করেন। মাস ব্যাপি আমাদেও এই বৃক্ষ রোপন কর্মসূচী চলবে ।