গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ডে গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন

0
125
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান: গাজীপুর সিটি কর্পোরেশন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইইউপিসি) প্রকল্পের অধীনে ৪৩ নং ওয়ার্ডের প্রায় ১০০ পরিবারের জন্য গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড পাঠান পাড়া এলাকায় গভীর নলকূপ ২ উদ্বোধনী করেন ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী তরুণ সমাজসেবক খালেদুর রহমান রাসেল। ১ হাজার ফিট গভীর নলকূপ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোক্তার হোসেন সোহেল,বৃহত্তর টঙ্গী থানা সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বাবু,যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লুৎফর রহমান,ওয়ার্ড সচিব মাহবুব কায়সার সুমন,ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুল লতিফ শেখ,৪৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান খান সুমন,সাধারণ সম্পাদক আতিক হাসান অনিক,বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন ভেন্ডার,শামিম আহ্মেদ হিরন,রাসেল মোল্লা প্রমুখ।
গভীর নলকূপ উদ্বোধন সময় খালেদুর রহমান রাসেল বলেন ৪৩ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সফল কাউন্সিলর আলহাজ্ব আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব পাওয়ার পর তিনি চেষ্টা করেছেন কিভাবে এই ওয়ার্ড কে উন্নয়ন করা যায় তারই ধারাবাহিকতায় আজ সকলের প্রচেষ্টায় আজ পাঠানপাড়া গভীর নলকূপ ২ দৃশ্যমান গত সপ্তাহে আমরা পাঠানপাড়া গভীর নলকূপ ১ উদ্বোধন করেছি যার সুপেয় পানি আজ মানুষ পান করছে এবং কিছুদিন পর পর্যায়ক্রমে আরও গভীর নলকূপ ৪৩ নং ওয়ার্ড বাসীর জন্য উদ্বোধন করা হবে।এভাবে পর্যায়ক্রমে মেয়র সাহেবের সাথে আলোচনা করে উন্নয়নের সর্বোচ্চ বরাদ্দ ৪৩ নং ওয়ার্ডে আনার জন্য চেষ্টা করব। খালেদুর রহমান তাঁর বক্তব্যে আরও বলেন আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মেয়রের দায়িত্ব পাওয়ার পর থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছে। তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়ার পরে গত নয় মাসে সিটি কর্পোরেশনের ৭৫কোটি টাকা ব্যয় কমিয়ে বর্তমানে শতকোটি টাকা সিটি কর্পোরেশনের রিজাভ ফান্ডে জমা করেছেন । তাই গাজীপুর সিটি কর্পোরেশনের সুযোগ্য এই ভারপ্রাপ্ত মেয়র কে আগামীতে ভারমুক্ত করে গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য পূর্ণাঙ্গ মেয়র হিসেবে দেখার জন্য আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে ৪৩ নং ওয়ার্ডের নিহত সকল আওয়ামী লীগ নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং মিষ্টি বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here