গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ডে আরসিসি ড্রেন ও রাস্তার কাজের উদ্বোধন

0
222
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান: গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড পাগাড় টেক পাড়া বাইতুন নূর জামে মসজিদ রোডে আরসিসি ড্রেন ও আরসিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তরুন সমাজ সেবক খালেদুর রহমান রাসেল । গতকাল বিকাল বাদ আছর টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড পাগাড় টেক পাড়া বাইতুন নূর জামে মসজিদ এ তিনটি রাস্তা কাজের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ১নং যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন সোহেল,টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম বাবু,৪৩ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ টিটু ,সাধারণ সম্পাদক পদপ্রার্থী লুৎফুর রহমান,ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিক হাসান অনিক,টঙ্গী বাইতুন নূর জামে মসজিদের সভাপতি মনিরুজ্জামান মনির,অ্যাডভোকেট ফারুক হোসেন,হাফিজুর রহমান,আলমগীর হোসেন,কামাল হোসেন,শরীফ আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় ভিবিন্ন বাড়িওয়ালারা বলেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড টেকপাড়া এলাকায় বাড়ি করে দীর্ঘদিন বসবাস করছি। এলাকায় দীর্ঘ ৩০ বৎসর জনপ্রতিনিধি হিসেবে আমাদের সুখ দুঃখে সব সময় পাশে রয়েছে তিনি আমাদের প্রিয় নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নংওয়ার্ড কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। তার মেধা এবং দক্ষতা দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডে উন্নয়নের কাজ করে যাচ্ছেন। আসাদুর রহমান কিরণ এর প্রতিনিধি হিসেবে তারই উত্তরসূরী খালেদুর রহমান রাসেল এই ৪৩ নং ওয়ার্ডে প্রতিটি অলিগলির রাস্তাঘাট ড্রেন এর এবং এলাকা মানুষের সুবিধা অসুবিধার খোঁজখবর নিয়ে যাচ্ছে। বক্তারা আরও বলেন গাজীপুর ও ঢাকা শহরে যেকোন এলাকায় বাড়ি বানাতে গেলে যে সমস্যাটি বেশি হয়ে থাকে সেটি হচ্ছে চাঁদাবাজদের দৌরাত্ম্য, কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড আমরা ৩০ বছরে বাড়ি করার জন্য আমাদের কোথায় ও কাউকে কোন ধরনের এক টাকা চাঁদা দিতে হয় নাই। রাস্তা উদ্বোধন এর প্রধান অতিথি ৪৩ নং ওয়ার্ড ভবিষ্যৎ কর্ণধার খালেদুর রহমান রাসেল বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডের ভিতরে এই ৪৩ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকা একটি গুরুত্বপূর্ণ এলাকা এখানে আপনারা কল্যান সমিতির মাধ্যমে একত্রিত হয়ে এলাকার বখাটে মাদক ও উশৃঙ্খল চাদাবাজ মুক্ত ওয়ার্ড গড়ে গড়ে তুলবেন এজন্য যে কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এবং ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আসাদুর রহমান কিরণ এর প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থেকে এই সমস্যার সমাধান করে দিব। আলোচনা সভা ও দোয়া শেষে উপস্থিত এলাকাবাসীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here