
মোঃ বায়েজীদ হোসেন : বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ গাজীপুর চান্দনা চৌরাস্তাস্থ গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডাঃ আ.ক.ম মোশাররফ হোসেন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কলেজের সহযোগী অধ্যক্ষ ডাঃ শাহ্ আলম, সহকারী অধ্যক্ষ ডাঃ মোসলেহ উদ্দিন শেখ, ডাঃ এমদাদুল হক, ডাঃ ইব্রাহীম মিয়া, ডাঃ রেদোয়ান সরকার ও ডাঃ আব্দুল হাই। এসময় ১২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং করোনা ভাইরাসের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১৮ মার্চ বুধবার সকাল ১০টায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ গাজীপুর শাখার উদ্যোগে আলোচনা, র্যালী ও কেক কেটে দিবসটি পালন করেন।






