Daily Gazipur Online

গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মোঃ বায়েজীদ হোসেন: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাাঙ্গণে ১৫ আগস্ট শনিবার দোয়া ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডাঃ আ.ক.ম মোশারফ হোসেন মোল্লা, উপাধ্যক্ষ ডাঃ এ.কে.এম ফজলুল হক, সহযোগী অধ্যাপক বীর মুক্তিযুদ্ধা ডাঃ শাহ আলম, সহকারী অধ্যাপক ডাঃ মুসলেহ উদ্দিন শেখ, মেডিকেল অফিসার ডাঃ শামীমা সুলতানা, প্রভাষক ডাঃ মকবুল হোসেন, ডাঃ কামরুল আলম, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এসময় প্রায় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়।