ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলকে গাজীপুর-১ আসন থেকে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ ও মিছিল করেছেন এলাকাবাসী এবং বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর শহরে এলাকাবাসী এবং স্থানীয় বিএনপির হাজারো নারী ও পুরুষ এক বিশাল মিছিল বের করেন।
কালিয়াকৈর বংসাই ব্রিজ থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস ঘুরে কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ করে।
মিছিল শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম মামুন, সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন, আলী আজম খান, আফসার উদ্দিন বাবুল, বাবু বিধান কৃষ্ণ বর্মণ, যুবদল নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা জাফর ইকবাল জনি এ সময় উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা গাজীপুর-১ আসন থেকে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলকে দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন দেওয়ার দাবি জানান।
গাজীপুর-১ আসন: ছাইয়েদুল আলম বাবুলকে মনোনয়নের দাবিতে মিছিল-সমাবেশ
