

মোঃ শাহজালাল দেওয়ান,গাজীপুর: আসন্ন দ্বাদস সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল। বৃহসপ্রতিবার দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন তার পক্ষে প্রস্তাব কারী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজমত উল্লা খান, সমর্থন কারী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতাউল্লাহ মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী মোঃ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন সহ ৫ সদস্য বিশিষ্ট একটি টিম জেলা প্রশাসকের কার্যালয় উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সফর সঙ্গী হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের বাহিরে অবস্থান করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,মহানগর আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মোড়ল, আব্দুল হাদি শামীম, আব্দুল্লাহ্ আল মামুন মন্ডল, আসাদুজ্জামান খান তরুন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, ৪৩নং ওয়ার্ড কাউন্সিলর খালেদুর রহমান রাসেল, কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, আমির হাজমা, আমজাদ হোসেন, ৫২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত মল্লিক বাবু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মামুনুর রশিদ মামুন মোল্লা, যুবলীগের আহ্বায়ক সদস্য কায়ুম সরকার,মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু প্রমূখ।সকাল থেকে গাজীপুর-২ আসনের বিভিন্ন ওয়ার্ড পাড়া-মহল্লা থেকে নেতা কর্মীরা দলে দলে মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হতে থাকেন। একপর্যায়ে পুরো এলাকা লোকের লোকারণ্য হয়ে যায়। পরে সংক্ষিপ্ত সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর ৪জন দলীয় তোকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল। এ সময় তার কাছ থেকে মনোনয়নপত্র বুঝে নেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।মনোনয়নপত্র জমা দিয়ে আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেন আমি পরপর চারবার গাজীপুর ২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য ছিলাম আমি আমার নির্বাচিত এলাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন করেছি শিক্ষিত ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করেছি এবারও পঞ্চম বারের মতো দেশের নেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন । আমার সাথে আমার দলের সকল নেতাকর্মী আছে এলাকার জনগণ আমার এবারও নৌকা মার্কা ভোট দিয়ে পঞ্চম বারের মতো বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।






