গাজীপুর ৬ আসনের নির্বাচনে অংশগ্রহনে আশাবাদী সুমন সরকার

0
85
728×90 Banner

ষ্টাফ রিপোর্টার : গাজীপুর ৬ আসনের নির্বাচনে অংশগ্রহনে একান্তভাবে আশাবাদী জাবেদ আহমেদ সুমন সরকার।
গত ১৮ আগষ্ট। সেদিন তারুন্যের প্রতীক কারা নির্যাতিত যুবনেতা টঙ্গী পূর্ব থানার বিএনপি’র সভাপতি জাবেদ আহমেদ সুমন সরকারের ৫৫তম শুভ জন্মদিন উদযাপিত হয়েছে। স্বতঃস্ফূর্ত ভাবে কর্মী ও নেতাগন এবং সুশীল সমাজের পক্ষ থেকে। লাল গোলাপ শুভেচ্ছা দেয়া হয়। সকাল থেকেই দিনব্যাপী বিভিন্ন শ্রেণীর মানুষ উদীয়মান নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য তার বাস ভবনে ভিড় জমায়। এতে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মা দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনি একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহনে একান্তভাবে আশাবাদী। আল্লাহর উপর ভরসা রেখে দৃঢ়তার সহিত তিনি বলেন, সম্মান দেওয়ার মালিক ও নেওয়ার মালিক আল্লাহ। আমি দেশবাসী সহ টঙ্গী গাজীপুর বাসির সেবা করার লক্ষ্যেই পি.আর পদ্ধতিতে নয় গণতান্ত্রিক চলতি পদ্ধতিতে নির্বাচন করতে একান্ত আগ্রহী।
তিনি উদ্ধাত্ব কন্ঠে আরো বলেন, সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাত করে, তার মনোবল দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজের গতি কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।
দেশ ও জাতি উন্নয়নে সন্ত্রাস- চাঁদাবাজ- টেন্ডারবাজ মুক্ত দেশ গড়ার সহ সামাজিক ও মানবিক অবক্ষায় রক্ষায় অঙ্গীকার করেন তিনি। এ সময় শত শত নেতাকর্মী ও সুশিল সমাজের মধ্যে উপস্থিত ছিলেন আমজাদ আলী সরকার পাইলপ উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ আঃ রাজ্জাক মিয়া, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাছির উদ্দিন বুলবুল, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব ডাঃ মহিউদ্দিন সরকার, সাংবাদিক ইউনুছ, সাংবাদিক নুরুজ্জামান শেখ,পাপেল,হাতেম আলী, শিক্ষক রফিকুল ইসলাম,কামরুল হাসান ও শামিম আহম্মদ প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here