

অলিদুর রহমান অলি: গাজীপুর-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) সকালে টঙ্গীর চেরাগআলী থেকে শুরু করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সফিউদ্দিন সরকার মার্কেট ও পাইলট মার্কেটসহ স্থানীয় বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।
এ সময় প্রভাষক বসির উদ্দিন বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমরা ৩১ দফা কর্মসূচি হাতে নিয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, লিফলেট বিতরণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। জনগণের কাছে ধানের শীষকে বিজয়ের প্রতীক হিসেবে তুলে ধরতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, প্রভাষক বসির উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। তার উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়িত হলে গাজীপুর-৬ আসন একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে।
লিফলেট বিতরণ কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, যুবদল নেতা জসিম উদ্দিন, যুবদলের নেতা মাহবুব মিয়াজী, শামীম বেপারী, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।






