গাবতলীতে টিআর এর ৩০লাখ টাকার চেক বিতরণ করলেন রবিন খান

0
90
728×90 Banner

আল আমিন মন্ডল (বগুড়া) : ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় ৩৫টি প্রকল্পের মাধ্যমে ৩০লাখ টাকার চেক ২৪ই জুন বৃহস্পতিবার গাবতলী উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। ইউএনও মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আক্তার, মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা ডাঃ গোপেশ চন্দ্র, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিলু, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন খান, সাইফুল ইসলাম, গোফ্ফার আলী, আঃ মতিন মিঠু, আমিনুল ইসলাম সাইফুল, আগানিহাল বিন জলিল তপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমদ্দিন খাজা প্রমূখ। শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য ৩৫টি প্রকল্পের মাধ্যমে ৩০লাখ টাকার চেক বিতরণ করেন। এরপূর্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের প্রত্যেক’কে ২বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬হাজার টাকা এবং ১লাখ টাকা ব্যয়ে ৬০জন খামারীর প্রত্যেক’কে ৫০কেজি করে দানাদার গো-খাদ্য বিতরণ করেন।

গাবতলী সদর ও দূর্গাহাটা ইউনিয়ন পরিষদে খাদ্যসামগ্রী বিতরণ
২৪জুন বৃহস্পতিবার বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন ও দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথকপৃথক ভাবে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মহীন ও দুস্থদের মাঝে আনুষ্ঠানিকভাবে করোনাকালীন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গাবতলী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে লাঠিগঞ্জ স্কুল এন্ড কলেজে কর্মহীন ও দুস্থদের মাঝে করোনাকালীন খাদ্যসামগ্রী (ত্রানসামগ্রী) বিতরন করেন গাবতলী সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসাইন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার শহীদুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ার হোসেন, আশরাফ আলী, মাজেদা খাতুন, স্থানীয় গণ্যমান্যের মধ্যে সুমন, বেলাল হোসেন, বুলু, আঃ রাজ্জাকসহ আরো অনেকে। অপরদিকে, গতকাল ২৪জুন বৃহস্পতিবার দূর্গাহাটা ইউনিয়ন পরিষদে ত্রাণসামগ্রী বিতরণ করেন দূর্গাহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি ট্যাগ অফিসার আবুল কাশেম, দূর্গাহাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি আজিজার রহমান, সাবেক ইউপি সদস্য নুরুল হক নিলু’সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here