
আল আমিন মন্ডল (বগুড়া) : স্বামীর সন্ধান চেয়ে বগুড়ার গাবতলী প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ খাদিজা বেগম (২২) নামের এক গৃহবধু। গৃহবধু খাদিজা পৌর সদরের ২নং ওয়ার্ডের হাসনাপাড়া এলাকার হারুন-উর-রশীদ হারুনের স্ত্রী। গতশুক্রবার গৃহবধু খাদিজা তাঁর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তাঁর স্বামী হারুন-উর-রশীদ হারুন গত ১৪মে বিকেল ৩টায় গাবতলী পৌর সদরের কাজী মার্কেটে কেনাকাটা করতে আসে। কেনাকাটা শেষে হারুন পাকা রাস্তার উপর আসলে হঠাৎ সাদা পোশাকধারী ৩জন নিজেদেরকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তাঁর স্বামীকে টেনে হেচড়ে সিএনজিতে উঠায়। এ সময় সঙ্গে থাকা আমার বড়বোন আমিজা বেগম ও আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন ওই ৩জন পরিচয়পত্র কার্ড বের করে নিজেদেরকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে দাবী করে উপস্থিত লোকজনদেরকে দেখালে সবাই চুপচাপ হয়ে যায়। কিন্তু আমি ও আমার অভিভাবকগণ গাবতলী মডেল থানা, বগুড়া ডিবি অফিস, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অফিসসহ নিকট আত্মীয়দের কাছে অনুসন্ধান করেও গত চারদিনেও স্বামী হারুনের কোন সন্ধান পাইনি। গৃহবধু খাদিজা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার স্বামী কোথায়? আমি তা আইন বিভাগের কাছে জানতে চাই? সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খাদিজা বেগমের আড়াই বছরের শিশু সন্তান আহাম্মাদ, শাশুড়ী রাহেমা বেগম, বড়বোন আমিজা বেগম, বাবা আঃ সামাদ, হারুনের ছোটভাই আতিকুল ইসলাম আতিক প্রমুখ।






