
আল আমিন মন্ডল,বগুড়া : বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া ইউনিয়ন পরিষদের ২০২০-২১ইং অর্থ বছরের জন্য মোট ১ কোটি ১২ লক্ষ ৮৭ হাজার ৯ শত ১৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার উজগ্রামে পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১২ লক্ষ ৬৪ হাজার ১৩ টাকা। যা উদ্বৃত্ত ২৩ হাজার ৯ শত টাকা। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল, ইউপি সদস্য মতিয়ার রহমান, রায়হান কবির সাধন, আজাহার আলী, নুর আলম মন্ডল, মহিদুল ইসলাম, তরিকুল ইসলাম পিন্টু, ফারুক হোসেন, ইউপি সচিব তৌহিদুর রহমান’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।






