
আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি)ঃ বগুড়ার গাবতলী বালিয়াদিঘী গ্রামের কলাকোপা আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক (সমাজ বিজ্ঞান) আব্দুর রাজ্জাক তোতা মাষ্টারের গত শনিবার রাঁত ৭টায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলে ৭২বৎসর। তিনি স্ত্রী, তিনপুত্র ও দুইকন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে যানাজা রবিবার সকাল ১০টায় বালিয়াদিঘী সরকারী প্রাঃ বিঃ মাঠ চত্তরে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হয়। নামাজে যানাজায় অংশ গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল মজিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক বজলুর রহমান, ইউপি সদস্য আব্দুল হান্নান জোয়ারদার, আ’লীগ নেতা শাহ নেওয়াজ জার্কি, মিজানুর রহমান, শিক্ষক শাহজাহান আলী, শফিকুল ইসলাম, গাবতলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আব্দুল মতিন, ঈমান আলী, ছাত্রদল নেতা টুটুল প্রমূখ। এদিকে শিক্ষক আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিভিন্ন মহল থেকে বিবৃতি প্রদান করিয়াছেন। বিবৃতিদাতারা হলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, কলাকোপা আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, প্রধান শিক্ষক বজলুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, মাহবুবুর রহমান, মতিয়ার রহমান, আবুল কালাম, আশরাফুল হক, মোসলেম উদ্দিন, বুলবুলি বেওয়া, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ফরিদা ইয়াসমিন’সহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
