
আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি): করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় গতকাল রবিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নে জয়ের অর্থায়নে কলাকোপা’য় স্থাপিত‘সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাব’ এর উদ্যোগে ৭ম দিনে ক্লাব চত্তরে দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ত্রান (খাদ্য সামগ্রী) বিতরন করেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বড়পুত্র ক্লাব এর প্রতিষ্টাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এবং বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়ের সহধমির্নী নিভা জামান, কন্যা জারকা, জাইফা, পুত্র জারিফ তালুকদার, ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলীম, সংগঠনের নেতা বেলাল হোসেন, আব্দুল হাকিম, আবু জাফর, মুকুল মিয়া, আনিছার রহমান ও তাজুল ইসলাম পান্না প্রমূখ।
রামেশ্বরপুরে ভিক্ষুকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় গতকাল রবিবার গাবতলী রামেশ্বরপুর বন্দরে গ্রামীন ব্যাংক রামেশ্বরপুর বগুড়া শাখা উদ্যোগে ব্যাংক কার্যালয়ে সকল সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক রামেশ্বরপুর বগুড়া শাখা প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মোছাঃ রেখা খাতুন ও দ্বিতীয় স্বাক্ষরকারী রেজাউল হক প্রমূখ। ২২জন সংগ্রামী ভিক্ষুকদের মাঝে ২য় দফায় ত্রান সামগ্রী মধ্যে ছিল জনপ্রতি (৩০কেজী চাল, ৪কেজী ডাল, ২কেজী তৈল, ৮কেজী আলু, ৪কেজী পেঁয়াজ, ২কেজী লবন, ৪টি সাবান ও নগদ অর্থ ৬শত টাকা) করে প্রদান করা হয়।
গ্রামীণ ব্যাংক গোকুল বগুড়া শাখার উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ
করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় গতকাল রবিবার বগুড়া সদরের গ্রামীন ব্যাংক গোকুল বগুড়া শাখা উদ্যোগে ব্যাংক কার্যালয়ে সকল সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক গোকুল শাখা ব্যবস্থাপক মোঃ মহি উদ্দিন ও দ্বিতীয় স্বাক্ষরকারী আকরাম হোসেন প্রমূখ। সংগ্রামী সদস্যদের মাঝে ত্রান সামগ্রী মধ্যে ছিল জনপ্রতি (৩০কেজি চাল, ৪কেজি ডাল, ২কেজি তৈল, ৮কেজি আলু, ৪কেজি পেঁয়াজ, ২কেজি লবণ, ৪টি সাবান ও নগদ অর্থ ৬শত টাকা করে প্রদান করা হয়।
গাবতলী মডেল থানায় ত্রাণ সামগ্রী বিতরন করলেন এসপি
করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ত্রান সামগ্রী গতকাল রবিবার বগুড়ার গাবতলী মডেল থানায় ৩শ কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরন করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন, গাবতলী মডেল থানা ওসি নুরুজ্জামান, বগুড়া ডিএসবি ইন্সপেক্টর (ডিআইও-২) আশিক ইকবাল, পুলিশ পরির্দশক (তদন্ত) আনোয়ার হোসেন, ওসি অপারেশন (নিরস্ত্র) লাল মিয়া, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব সাজেদুর রহমান মোহন, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক আবু সাঈদ মাষ্টার, থানা এসআই ও এএসআই বৃন্দ প্রমূখ।
নশিপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
বগুড়ার গাবতলী নশিপুর ইউনিয়ন পরিষদের ২০২০-২১ইং অর্থ বছরে ১কোটি ৩২লক্ষ ৪৬হাজার ৫শ ৩৫টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১কোটি ২৫লাখ ৫৫হাজার ৪শত টাকা। গতকাল রবিবার পরিষদ চত্তরে এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম মিন্টু। এ উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারী প্রকৌশলী আব্দুল মজিদ, ইউপি সচিব জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শাপলা খাতুন, শহিদুল্লাহ প্রাং, মোখলেছার রহমান, আলমগীর হোসেন, আব্দুর রহিম রঞ্জু, গন্যমান্য কামরুল ইসলাম, আব্দুর হামিদ ও সানোয়ার হোসেন ব্যক্তিবর্গ।






