
ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন সপ্তাহকে ঘিরে বরেণ্য গুণীজনদের সম্পৃক্ততায় গড়ে উঠা সেবামূলক সংগঠণ ‘গুণীজন ফাউন্ডেশন’ বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই এর সার্বিক সহযোগিতায় ঢাকার ধামরাইয়ে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার উপজেলার সূতিপাড়া এফটিসিতে প্রবীন নরনারী, ক্ষুদ্র উদ্যোক্তা সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে আমলকী, নিম, জলপাই, লেবু, মেহগনি, পেয়ারা, বহেরা সহ বিভিন্ন ধরণের বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। চারা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক, ফাউন্ডেশনের ইসি মেম্বার সামছুল হক, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. রবিউল করিম প্রমূখ। এ সময় এফটিসি ও ফাউন্ডেশন চত্বরে কয়েকটি চারাগাছ রোপন করা হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফারজানা রহমান জানান, বর্ষা মৌসূমে উপজেলার বিভিন্ন এলাকায় চারাগাছ বিতরণ অব্যাহত থাকবে।






