Daily Gazipur Online

গোবিন্দগঞ্জে সন্ত্রাসী হামলায় মাদক সম্রাট খ.ম সাজু গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাটে পাওনা টাকা এবং হাট ইজারাকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি এবং মোটর গ্যারেজে গত ২৫এপ্রিল দফায় দফায় হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় প্রায় ৩৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় এবং হামলার আহত হয় ১০ জন। এঘটনায় নাকাইহাটের ইজারাদার মেসার্স সান ট্রের্ডাসের মালিক সাদেকুর রহমান সান বাদী হয়ে ২৭জন নামীয় এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওই ঘটনার মূল হুকুমদাতা নাকাই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাদক সম্রাট খ.ম সাজু মিয়াকে নাকাই হাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামন হতে আটক করে। মাদক সম্রাট খ.ম সাজু মিয়া কুঞ্জনাকাই গ্রামের ডাকাত সর্দার আসকর আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক আফজাল হোসেন, খ.ম সাজু কে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, সে ঘটনার পর থেকেই পলাতক ছিল। উল্লেখ্য, এঘটনার দিনই পুলিশ চারজনকে আটক করে। তারা হলো নাকাই পগইলের গোলজার মন্ডলের ছেলে আবু রায়হান মান্ডল (২৫), সাহেব আলীর ছেলে হাবিব মিয়া (২৫), মহির উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (৩৬) এবং ফুল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৮)।
প্রসঙ্গত গ্রেফতারকৃত মাদক সম্রাট খ.ম সাজুর বিরুদ্ধে ৫টি মামলা বিচারাধীন রয়েছে।