
ডেইলি গাজীপুর বিনোদন: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা ২০১৯’-এ ভ‚ষিত হলেন। আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ¡াস’ বাংলাদেশের আবৃত্তি শিল্পের পুরোধা ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী ও অভিনেতা গোলাম মুস্তাফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৭ সালের ২রা মার্চ থেকে তার জন্মদিনে এ সম্মাননা প্রবর্তন করেছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য সংগঠনটি এ সম্মাননা প্রদান করে আসছে। গেল ২রা মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা গুণীজন সুবর্ণা মুস্তাফার হাতে তুলে দেন উত্তরীয়, একগুচ্ছ কবিতার বই, সম্মাননা পদক এবং ১০ হাজার টাকা। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আসাদুজ্জামান নূর এমপি সম্মাননা স্মারক নিজে উপস্থিত থেকে গ্রহণ করতে পারেননি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অভিনেত্রী বন্যা মির্জাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মাননা হাতে নিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, বাবাকে নিয়ে ঢাকার বাইরে এত চমৎকার অনুষ্ঠান হয় যা প্রতিবারই আমাকে মুগ্ধ করে। আয়োজকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন আমার বাবারই স্মৃতি সম্মাননায় আমাকে ভ‚ষিত করার জন্য। অনুষ্ঠানে বক্তব্য শেষে অন্যান্যের সঙ্গে একক আবৃত্তি করেন সুবর্ণা মুস্তাফাও।
