Daily Gazipur Online

গ্রামীণ সড়ক উন্নয়নে এডিবির ১০০ মিলিয়ন ডলার ঋণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশে চলমান গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থায়নের মাধ্যমে পল্লী সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১ হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ সড়ককে ২ হাজার ৬৩০ কিলোমিটারে উন্নীত করা হবে। গত সোমবার এডিবি’র বাংলাদেশ অফিস এ তথ্য জানিয়েছে। ৩৪টি প্রান্তিক জেলার রাস্তাঘাটকে জলবায়ু সহিষ্ণু ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ২০১৮ সালে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ গ্রহণ করা হয়। এডিবির বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রসারিত প্রকল্পের ফলে ৪০ দশমিক ২ মিলিয়ন মানুষ উপকৃত হবে। পরবর্তীতে প্রকল্পের আওতা আরও বাড়ানো হবে।
এডিবির সিনিয়র পানিসম্পদ বিশেষজ্ঞ অলিভিয়ার ড্রিউ বলেন, পল্লী সংযোগ উন্নয়ন প্রকল্প সম্প্রসারণের ফলে আরও বেশি মানুষ অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডে জড়িত হতে পারবে, কৃষক তার কৃষি জমি থেকেই পণ্য-সেবা দ্রুত ও সহজে বাজারে সরবরাহ করতে পারবে।