গ্রাম হবে শহর’ নবীনগরে প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান

0
139
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সরকারের উন্নয়নমূলক কর্মসুচীর পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন,‘উপজেলা আ’লীগ ঐক্যবদ্ধ দেখে ভাল লাগলো, মন্ত্রী নবীনগরে উন্নয়নে তাঁর মন্ত্রনালয় সর্বাত্তক সহযোগীতা করার প্রতিশ্রæতি দিয়ে,শিক্ষা সাংস্কৃতির এ মাটিতে প্রগতিশীল দেশপ্রেমিক মানুষ তৈরির আহবান জানিয়ে বলেন,জনগনের ভাগ্য উন্নয়নে সরকার প্রতিশ্রুবদ্ধ।গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর ) নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সুধীসমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। এর পূর্বে মন্ত্রী হেলিকপ্টারযোগে সরকারের গৃহহীনদের জন্য তৈরী বড়িকান্দি ইউনিয়নে নুরজাহানপুর আশ্রয়ন প্রকল্প, বীরগাঁও ইউনিয়নে গাছতলা আশ্রয়ন প্রকল্প,কৃষ্ণনগর ইউনিয়নে গৌরনগর গ্রামের রাস্তা পরিদর্শন,বড়াইল ইউনিয়নে চরগোসাইপুর আশ্রয়ন প্রকল্প,লাউরফতেহপুর ইউনিয়নে বিষ্ণপুর আশ্রয়ন প্রকল্প,বিদ্যাকুট ইউনিয়নে উরখুলিয়া সংযোগ রাস্তা পরিদর্শন শেষে উরখুলিয়া খেলার মাঠে পথসভায় যোগদেন। এ সময় তিনি ‘গ্রাম হবে শহর’ সরকারের এই শ্লোগানের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, তৃনমূল সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যউন্নয়নে আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে। সরকারি হাইস্কুল মাঠে সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মেয়র অ্যাডভোকেট শিব শংক দাস, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব,পৌর আ’লীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মদ,ভাইস চেয়ারম্যান জাকির হসেন সাদেক,আ’লীগের যুব ও ক্রীয়া বিষয়স সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here