Daily Gazipur Online

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে স্মারকলিপি গ্রহণ করেনা ঢাকা জেলা প্রশাসক

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আমি হানিফ বাংলাদেশী। ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে ঢাকা জেলা প্রশাসককে আজ ১৭ অক্টোবর সকালে স্মারকলিপি দিতে গিয়েছি, তিনি ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে স্মারকলিপি গ্রহণ করবেনা। আমি বললাম ৬৩ জেলায় স্মারকলিপি দিয়েছি ৬৪ তম জেলা হিসাবে আজ আপনাকে স্মারকলিপি দিবো, তিনি বলেন অন্য জেলা আর ঢাকা জেলা এক না রেজিষ্টার্ড সংগঠন ছাড়া আমি স্মারক লিপি গ্রহণ করিনা। জেলা ভিন্ন কেন কেবিনেট সচিবালয়ে কথা বলেও কোন সুদ্দুত্তর পাইনি, এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি প্রতিটি জেলায় ঘুষখোর দুর্নীতিবাজদের উদ্দেশে প্রতিকী লাল কার্ড প্রদর্শন করছি।
স্মারকলিপিতে হানিফ বলেন স্বাধীনতার অর্ধশতাব্দী যাবৎ রাজনৈতিক দলগুলো যে যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সে দলই ঘুষ-দুর্নীতি নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত ছিল। যাহা আজ আরো চরম আকার ধারণ করেছে। সমাজ, রাষ্ট্র সর্বত্রই ঘুষ-দুর্নীতি, সামাজিক, মানবিক, পারিবারিক মূল্যবোধের অবক্ষয় চলছে। গুজব ছড়িয়ে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একে অন্যকে কুপিয়ে হত্যা করছে। নারী-শিশু নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। পরস্পর দোষারোপ ও প্রতিহিংসার রাজনীতি অবক্ষয়কে আরো বাড়িয়ে দিচ্ছে। চলমান দুর্বৃত্তায়িত রাজনীতির অবসান হলে, সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা হলে, প্রতিটি নাগরিক তার দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন হলে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলে ঘুষ-দুর্নীতি কমবে,এবং মূল্যবোধের উন্নতি হবে। প্রজাতন্ত্রের কর্মচারি হিসাবে জেলা প্রশাসক সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি দলমত নিবিশেষে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আইনের প্রতি শ্রদ্ধানশীল এর সঠিক প্রয়োগ করলে ঘুষ-দুর্নীতি অবক্ষয় নির্মূল সম্ভব। দেশবাসীর প্রতি আহ্বান আসুন দেশপ্রেমের দায়বদ্ধতায় অন্যায়ের বিরুদ্ধে এবং অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই।
উল্লেখ্য, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে হানিফ বাংলাদেশী গত ১৪ মার্চ’ ১৯ থেকে ১২ এপ্রিল’ ১৯ পর্যন্ত টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রায় ১০০৪ কি: মি: একক পদযাত্রা করেন এবং ৬ মে’ ১৯ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে পঁচা আপেল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ও ভোটাধিকারের দাবিতে সংসদ ভবনের সামনেও অবস্থান নিয়েছিলেন।