চকবাজার থেকে ৪২ হাজার কেজি পলিথিন জব্দ, ৫ জনের এক বছর করে কারাদণ্ড

0
161
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর চকবাজারে পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪২ হাজার কেজি পলিথিন জব্দ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচটি পলিথিন তৈরি কারখানা সিলগালাসহ পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে পরিবেশ অধিদফতরের সহযোগিতায় র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু আজ গনমাধ্যমকে জানান, আজ সোমবার বেলা ১১টা থেকে রাজধানীর চকবাজারে পলিথিন তৈরির কারখানায় এ অভিযান শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।
চকবাজারে অভিযান চালিয়ে পাঁচটি কারখানায় বিপুল পরিমাণ পলিথিনের মজুদ দেখা যায়। কারখানাগুলো থেকে প্রায় ৪২ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মতে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা খেকে ১ কোটি টাকা।
র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, আটককৃতদের দায় স্বীকারের পরিপ্রেক্ষিতে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কারখানার মালিকদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক পৃথক মামলাসহ কারখানাগুলো সিলগালার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, অভিযানে অংশ নেয়া পরিবেশ অধিদপ্তরের ইন্সপ্যাক্টর মো: মোসলেম উদ্দিন গনমাধ্যমকে বিষয়টি স্বীকার করে জানান, অভিযানকালে ৪২ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মতে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা খেকে ১ কোটি টাকা।
মো: মোসলেম উদ্দিন আরও জানান, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে রহমতগঞ্জ ট্রান্সপোর্ট এজেন্সির মো. রাসেল ফরাজী, মোশাররফ প্যাকেজিংয়ের মো. সুজন মিয়া, মেসার্স মোশারফ প্লাস্টিকসের মালিক মো. আক্তার, সুমন প্যাকেজিংয়ের সবুজ মিয়া ও মমতাজ পিপির মো. আজিজুল হককে আটক করা হয়। আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে এলিট ফোর্স র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু,পরিবেশ অধিদপ্তরের ইন্সপ্যাক্টর মো: মোসলেম উদ্দিন,র‌্যাব-৩ এর কর্মকর্তাসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here