Daily Gazipur Online

চতুর্থ দফায় ভারত থেকে আসলো আরও ২শ টন তরল অক্সিজেন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশে করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের চিকিৎসার্থে ভারত থেকে চতুর্থ দফায় আনা হয়েছে ২শ টন তরল অক্সিজেন। রবিবার (১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ২০০ টন অক্সিজেনের (এলএমও) চতুর্থ চালান নিয়ে ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে ।
দেশে করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগীদের চিকিৎসার্থে ভারত থেকে চতুর্থ দফায় আনা হয়েছে ২শ টন তরল অক্সিজেন। রবিবার (১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ২০০ টন অক্সিজেনের (এলএমও) চতুর্থ চালান নিয়ে ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে ।
উল্লেখ্য, এর আগে ভারত থেকে ৩ ধাপে আসা ৬০০ টন তরল অক্সিজেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এরপর গতকাল আবার ২০০ টন আসলে সকাল থেকে চলছে খালাস কার্যক্রম। সন্ধ্যা নাগাদ সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে শেষ ট্যাংক লরিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট এর উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানা গেছে। এ নিয়ে ৪ বারে ২০০ টন করে সর্বমোট ৮০০ টন অক্সিজেন রেলপথে দেশে এলো।