চসিক নির্বাচনে রেজাউল করিম চৌধুরীর পক্ষে জাতীয় স্বাধীনতা পার্টির গণসংযোগ

0
155
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)।
গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন পার্টির নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে গত ১৩ জানুয়ারি চট্টগ্রামে গণসংযোগ করেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) এর চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু। এ সময় তিনি মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সাথে সাক্ষাত করেন।
এ বিষয়ে মিজানুর রহমান মিজু বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চসিক নির্বাচনে রেজাউল করিম চৌধুরীর বিকল্প নেই। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে ও চট্টগ্রাম থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি দূর করতে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।”
তিনি ৩২নং ওয়ার্ডে জাতীয় স্বাধীনতা পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সুজিত রায় সরকার সহ আওয়ামী লীগের প্রার্থীদেরকে নির্বাচিত করতে ভোটারদের আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) এর মহাসচিব জয় প্রকাশ নারায়ণ রক্ষিত, সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত, চট্টগ্রাম মহানগর সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী সুজিত রায় সরকার, সহ-সভাপতি রতন কৃষ্ণ ধর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুজন ভট্টাচার্য্য, সহ-প্রচার সম্পাদক দেবাশীষ রায় মল্লিক, কেন্দ্রীয় নেতা নূর মোহাম্মদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here