চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘ত্রাণ যাবে বাড়ি’

0
138
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ‘নিজ নিজ ঘরে থাকুন, করোনা ভাইরাস প্রতিরোধ করুন’ স্লোগানে চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে ‘ত্রাণ যাবে বাড়ি’ প্রকল্প। হটলাইনে (০১৭০৪০৪০৪৩৩, ০১৭০৪০৪০৪৯২) কল এলেই কর্মহীনদের বাড়ি ত্রাণ পৌঁছে দেয়া হবে।
বুধবার বিকালে এ প্রকল্পের উদ্বোধন করেন এডিসি (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিতে এগিয়ে এসেছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ২০ জন বাইকার। তাদের মোটরসাইকেলের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেয়া হবে।
স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে এডিসি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। খাবার সংকট দেখা দেয়ায় তারা বাইরে কাজে বের হচ্ছে। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ কারণে তাদের ঘরে রাখতে আমরা ‘ত্রাণ যাবে বাড়ি’ প্রকল্প চালু করেছি।
এডিসি আরো বলেন, আমাদের হটলাইন নম্বরে কেউ কল করলে তাহলে আমরা যাচাই বাছাই করে ত্রাণ পাঠাবো। তাদের বাড়িতে ত্রান পৌঁছে দেবে ৪০ জন স্বেচ্ছাসেবী বাইকার।
এ সময় উপস্থিত ছিলেন ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, জেলা মার্কেটিং অফিসার এন.এম রেজাউল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here