
মোঃরফিকুল ইসলাম মিঠু : রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সানা উল্লাহ (২০)।
গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, ২৭ জানুয়ারি ২০২১ বিকাল ০৪.৪৫ টায় উত্তরখানের মৈনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তি মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার সহযোগীদের সহায়তায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা রুজু হয়েছে।






