চৌহাট্টায় সংঘর্ষ,পরিবহন শ্রমিকদের চন্ডিপুল সড়ক অবরোধ

0
158
728×90 Banner

সিলেট প্রতিনিধি : সিলেটের চৌহাট্টায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে সিসিকের কর্মচারী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ এক পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারকৃত শ্রমিকের নাম ফয়সল আহমদ ফাহাদ (৩৮)।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) চৌহাট্টা এলাকায় মাইক্রোবাস ও প্রাইভেটকারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে হামলার মুখে পড়েন মেয়র ও সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের উপরও হামলা করে পরিবহন শ্রমিকরা। একপর্যায়ে ত্রিমুখী সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে কাউন্সিলর-পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে চৌহাট্টা এলাকায়।
চৌহাট্টা পরিবহণ শ্রমিকদের একটি দল ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় এলোমেলো গাড়ি দাড় করিয়ে রেখে সড়ক অবরোধ করে অবস্থান নেয়। তখন তারা চৌহাট্টায় ঘটে যাওয়া ঘটনায় ক্ষতিপূরণ ও পূর্বের স্থান স্ট্যান্ডের জন্য বহাল রাখার দাবি জানান। তাদের দাবি মানা না হওয়া পর্যন্ত তারা রাস্তা বন্ধ করে রাখবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিপুল এলাকার প্রায় তিন কিলোমিটার যায়গা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here