

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে সদ্য ঘোষিত ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মী ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা টানা তিন দিন ধরে বিক্ষোভ, মানববন্ধন, তালা ঝুলিয়ে আন্দোলন এবং মশাল মিছিল করেছেন।
গত শনিবার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হয় এ প্রতিবাদ। সেদিন রাতে কলেজের প্রধান ফটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এরপর রবিবার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে নেতাকর্মীরা অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মী, অনিয়মিত শিক্ষার্থী ও চারিত্রিক সমস্যায় জর্জরিত এমন শিক্ষার্থীদের ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। মানববন্ধন শেষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর বহিরাগত ছাত্রলীগ কর্মীদের দিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা। সোমবার কলেজের ছাত্র সংসদ কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন পদবঞ্চিতরা। তাদের দাবি, নবগঠিত কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতা রবিন সরদারের ঘনিষ্ঠরা এবং ছিনতাইকারীর মতো বিতর্কিত শিক্ষার্থীরা পদ পেয়েছেন।
সোমবার দিবাগত রাত দুইটার পর ক্যাম্পাসে মশাল মিছিল করেন পদবঞ্চিত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, গাজীপুর মহানগর ছাত্রদলের কয়েকজন নেতা টাকার বিনিময়ে ছাত্রলীগের একাধিক কর্মীকে কমিটিতে পদ দিয়েছেন। এমনকি বিবাহিত ও সন্তানের পিতা, অনিয়মিত শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এক বিক্ষোভকারী আরাফাত হোসেন বলেন, ‘ছাত্রলীগের লোকজনকে এখন ছাত্রদলের কমিটিতে রাখা হয়েছে। তাদেরকে আমরা ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিতে দেখেছি। যারা জেল খেটেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদের বাদ দেওয়া হয়েছে। আমরা এই কমিটি মানি না।’
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক সানোয়ারা সুলতানা বলেন, ‘যাদের আগে ছাত্রলীগের কর্মসূচিতে সক্রিয় দেখেছি, তাদেরই এখন ছাত্রদলের কর্মসূচিতেও দেখা যাচ্ছে।’
অভিযোগের বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদল সভাপতি মো. রোহানুজ্জামান বলেন, ‘কমিটিতে যাদের রাখা হয়েছে, তারা সবাই ছাত্রদলের কর্মী। যারা আন্দোলন করছেন, তাদের অনেকেই অতীতে ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে চলেছেন।
