ছাত্র রাজনীতি শুধু ছাত্র কল্যাণে হওয়া উচিত …..লায়ন মোঃ গনি মিয়া বাবুল

0
317
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, ছাত্র রাজনীতি শুধু ছাত্র কল্যাণে হওয়া উচিত। রাজনৈতিক দলের লেজুড়ভিত্তিক না হয়ে নিজস্ব সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র সংগঠন সর্বদা সোচ্চার থাকতে হবে। দেশ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে নেতৃত্বদানে যোগ্য করে গড়ে তুলতে ছাত্র রাজনীতিচর্চা করা উচিত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ও বাঙালি জাতির সকল সংগ্রাম অর্জনে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বিশেষ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ঐতিহাসিক ৬ দফা ও ৬৯’র গণঅভূত্থ্যান, ৭০’র নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনসহ প্রতিটি ঐতিহাসিক বিজয়ের প্রেক্ষাপট তৈরী ও আন্দোলন সফল করার ভ্যানগার্ড হিসেবে তৎকালীন ছাত্র-ছাত্রীদের ভূমিকা অপরিসীম। কিন্তু বর্তমানে ছাত্র রাজনীতি অন্যায়ের বিরুদ্ধে বা অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারছে না। ছাত্র রাজনীতি নানা ভাগে বিভক্ত ও কলুষিত। ছাত্র রাজনীতিকে আবার সুষ্ঠধারায় ফিরিয়ে আনতে ক্যাম্পাস ও হলগুলোতে সব রাজনৈতিক মত ও দলের সহাবস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, নির্লোভ ও দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদের নেতৃত্বে অচিরেই ছাত্র রাজনীতি সুষ্ঠ ও সঠিক ধারা ফিরে আসতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ দ্রুত গ্রহণ করা প্রয়োজন।
দৈনিক বঙ্গজননী পত্রিকার উদ্যোগে ১২ অক্টোবর শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ছাত্র রাজনীতির আড়ালে হত্যা, সহিংসতা, দুর্নীতি ও চাঁদাবাজি’ বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক বঙ্গজননীর সম্পাদক কামরুজ্জামান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক আলী নিয়ামত, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি মোঃ জহির উদ্দীন মবু, কবি চন্দ্রাবতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, ঢাকাস্থ কালকিনি উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ রানা প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here