Daily Gazipur Online

ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান এবার হচ্ছে না

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলা নববর্ষ উদযাপনে রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠান, এবার হচ্ছে না। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে এবারের বর্ষবরণ আয়োজন বাতিলের কথা জানিয়েছে ছায়ানট।
স্বাধীনতার পর এই প্রথম রমনায় ছায়ানটের অনুষ্ঠান হচ্ছে না। দেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ১৯৬৭ সাল থেকে প্রতিবছর বর্ষবরণের আয়োজন করে আসছে।
‘করোনা ভাইরাসের কারণে মানুষ তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, এছাড়া আমাদের সংস্কৃতিকর্মীদেরও নিরাপত্তার প্রশ্ন আছে, সব মিলিয়ে রমনা বটমূলে এবার অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা’, দ্য ডেইলি স্টারকে বলেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারোয়ার আলী।
বর্ষবরণ অনুষ্ঠানের খরচ দুস্থদের মাঝে দান করার কথাও জানিয়েছেন তিনি।
এদিকে, আজই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণজমায়েত বাদ দিয়ে পহেলা বৈশাখের সব আয়োজন ডিজিটাল মাধ্যমে করার আহ্বান জানিয়েছেন।