
শতাব্দী আলম: আমি জনগণ। এ আমার বিবেকের তাড়না। মাঝে মাঝে ভিতর থেকে বিশেষ কিছুতে তাগিদ অনুভব করি। আজ ভোরে মহান মে দিবসের কথা স্মরণ করে লিখতে বসি। কিন্তু বার বার ঘুরে ফিরে অন্য কিছু আসছিল। প্রসঙ্গ ‘জনতার মুখোমুখি’ মেয়র। বিষয়টিকে ১৮০ ডিগ্রি ঘুড়িয়ে বলতে চাই। মেয়র জনগণকে বিবেকের মুখোমুখি দাড় করিয়েছেন। এর যুক্তিও তুলে ধরছি। ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সিটি কর্পোরেশনের তত্বাবধানে। অনুষ্ঠানের উদ্দেশ্য এর আলোচ্য বিষয়েই স্পষ্ট ‘অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে জনগণের ভূমিকা শীর্ষক সভা’। অনেক কারনেই অনুষ্ঠানটি তাৎপর্যপূর্ণ। সে কারনেই বিষয়টি নিয়ে লিখতে হবে। মেয়র মহোদয়কে সাধুবাদ দেয়া প্রয়োজন বোধ করছি না। কারন নগর পিতা হিসাবে জনগণের ভাল মন্দ বিষয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা মহোদয়ের কর্তব্য। তবে ওইসব জনসাধারণকে অবশ্যই অভিবাদন যারা শত ব্যস্ততার মাঝেও তাঁর আহŸানে সাড়া দিয়ে অনুষ্ঠানে এসেছেন। এর মাধ্যমে এটাই প্রমাণ হয় জনসাধারণ ভাল কাজের সাথে একাত্ব। নেতৃত্বের সঠিক দিক নির্দেশনা পেলে জনসাধারণ সহযোগীতা করতে কার্পণ্য করে না। এটা স্পষ্ট গাসিক মেয়র ভাল কিছু করতে চাচ্ছেন। বছর না পেরুতেই জনতার মুখোমুখি নিজেকে দাড় করানো তারই প্রয়াস। কাজ করতে গিয়ে তিনি প্রতিবন্ধকতা এবং প্রতিহিংসার মুখোমুখি হন। সেসব বিষয়ে কিঞ্চিত হলেও এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণের বিবেক জাগ্রত হবে। এই ধরনের মুখোমুখি অনুষ্ঠান বার বার এবং সবখানে করা প্রয়োজন।
পরিবেশ সচেতনতা কেবল ব্যক্তি, সমাজ বা গোষ্ঠির সমস্যা নয়। উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ বৈশ্বিক সমস্যা। অপরিকল্পিত উন্নয়ন অবকাঠামোর প্রভাব পরিবেশে সুস্পষ্ট । রক্ষণাবেক্ষণ জ্ঞনের অভাবে প্রতিবেশ বিপন্ন। ‘নাগরিকের দায়িত্ব ও কর্তব্য’ স্কুল জীবনে আমরা রচনা লিখেছি। কথিত উন্নত দেশেও হয়ত কোমলমতি কিশোরকে এ বিষয় পাঠদান হয়। মানব জীবনে এর প্রতিফলন নেহাতই কম। নচেৎ বিশ্বের প্রাকৃতিক পরিবেশ এভাবে বিনষ্ট হবে কেন। উন্নয়নের নামে উন্নত বিশ্ব প্রতিনিয়ত পরিবেশ ও প্রতিবেশ ধ্বংশ করছে। বিশ্বের শীর্ষ ১০ কার্বন নির্গমনকারী দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, যুক্তরাজ্যের নাম প্রথম সারিতে। সম্প্রতি ইউরোপে গ্রেটা আন্দোলন বেশ সাড়া ফেলেছে। একজন কিশোরী ইউরোপীয় পার্লামেন্টে দাড়িয়ে দ্যর্থহীনভাবে রাজনীতিকদের বিবেকের কাঠগড়ায় দাড় করিয়েছেন। তার কথা ‘তুমরা অর্থনীতি, উন্নয়ন নিয়ে যত কথা বলো পরিবেশ রক্ষা নিয়ে ততটা ভাব না। মানুষই যদি না বাঁচে তাহলে এসব দিয়ে কি হবে।’ রাষ্ট্রীয় দায়িত্বে থাকা প্রতিনিধিগণই উন্নয়নে নেতৃত্ব দেন। একইভাবে তারাই পারেন নাগরিকদের পরিবেশ ও প্রতিবেশ বিষয়ে সচেতন করতে। কিন্ত পরিতাপের বিষয় বিশ্বব্যাপী রাজনীতিবিদগণ এসব বিষয় এড়িয়ে চলেন। তিনি শুধু ভাবেন জনগণকে দিতে হবে ঝকঝকে তকতকে রাস্তা, আলিশান বাড়িঘর আর দ্রæতগামী যানবাহন। চোখ ধাধানো উন্নয়ন পৃথিবীকে অনিরাপদ করছে। দিন দিন বিষিয়ে তুলছে মানুষের নিঃশ্বাস। বিশ্বের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় আমরা নেতৃত্ব দিতে পারি। আমাদের উন্নয়ন হবে পরিবেশ বান্ধব। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা পরিবেশবাদী নেতা হিসাবে বিশ্বে সমাদৃত। গাসিক মেয়রের গণসচেতনতা মূলক অনুষ্ঠান তারই ধারাবাহিকতা।
ঘটনার অবতারনা না করলে আলোচ্য বিষয় ঠিক বোধগম্য হয় না। বাংলাদেশের নাগরিক হিসাবে এখানকার পরিবেশ নিয়েই বলি। গাসিক মেয়রের বার বার উচ্চারিত বক্তব্যের ব্যখ্যা তুলে ধরছি। তিনি মনে করেন, ধনীরা অত্যন্ত ব্যয়বহুল আলিশান বাড়িতে বসবাস করেন। গাড়িতে এসি। বাড়িতে এসি। অফিসে এসি। বাজারের উৎকৃষ্ট খাবারে অভ্যস্ত তারা। কিন্তু তারাতো এদেশের আলো বাতাসেই বেঁচে আছেন। যে সড়ক মহাসড়কে গাড়ি হাকান সেখানকার নোংড়া আবর্জনার দূর্গন্ধ তার নাসারন্ধেও প্রবেশ করে। মাঝে মাঝে গাড়ি টু বাড়ি বা বাড়ি টু গাড়ি হতে কিঞ্চিত আবর্জনার ছিটা গায় গতরেও লাগে। ধনীরা ভাল সেজেছেন। প্রকৃতপক্ষে এই দূষিত নগরের পরিবেশে কেহই ভাল নেই। অথবা প্রিয় পাঠক যদি একবার রাজধানীর অভিজাত গুলশান এলাকায় দূর্গন্ধময় লেকের পাড়ে দাড়ান। বোধকরি আপনি সেখানে কয়েক মিনিটও থাকতে পারবেন না। অথচ দেখুন লেক পারের বাসিন্দরা বছরের পর বছর এমন নোংরা পরিবেশে বসবাস করে। আর এই দূষিত বাতাস আশপাশের পরিবেশেও ছড়ানো। দূর থেকে মনে হয় ঝকঝকে তকতকে অভিজাত ধানমন্ডি বা গুলশান। সেখানকার পরিবেশ কিন্তু অভিজাত না। ক্ষমা করবেন বলতেই হচ্ছে সেখানকার মানুষগুলির স্বভাব অভিজাত হয়নি। উন্নত হতে হলে পরিবেশ এবং প্রতিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। সব শ্রেনীর মানুষের দায়িত্ব। প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন প্রকৃতই একজন উন্নত বিবেকের মানুষ। তাঁর অল্পদিনের নেতৃত্বে রাজধানী ঢাকায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তার কর্ম পরিকল্পনা অব্যহত রাখা বর্তমান নগর কতৃপক্ষের আসু কর্তব্য।
গাসিক মেয়রের জনতার মুখোমুখি অনুষ্ঠান একটি ভাল উদ্যোগ। এর মাধ্যমে যেমন মেয়রের জবাবদিহিতা শুরু হয়েছে। একইভাবে জনসচেতনতা সৃষ্টি প্রকারান্তরে এই জনপদের পরিবেশের জন্য স্বস্তিদায়ক হবে। দেশের প্রতিটি জনপদে জনপ্রতিনিধিগণ এমন জনতার মুখোমুখি হওয়া প্রয়োজন। এতে জনতার সাথে নেতৃত্বের যোগাযোগ বাড়বে। আমাদের মত অনুন্নত দেশে ভাল কাজ করা খুব সহজ। আমাদের হাতের কাছেই রয়েছে অবারিত ভাল কাজের সুযোগ। আমার অভিজ্ঞতা থেকে বলি, প্রথম আলো সংবাদপত্রের উপ সম্পাদক সাইদুজ্জামান রওশন ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, একটি ভাল কাজ করতে চাই! কি করবো বলেন। তিনি অবলিলায় বলে দিলেন, রাস্তায় হাটতে কলার চুকলা পরিস্কার করবা। প্রিয় পাঠক একবার নিজেকে প্রশ্ন করুন জীবনে কোথায় কখন কলা খেয়ে রাস্তার উপর চুকলা ফেলেছেন। অথবা নাক শিটকে টিস্যু পেপার। আমরা সবাই যদি এসব থেকে বিরত হই তবেই না পরিবেশ সুন্দর হবে। বাঙালি হিসাবে আমাদের স্বভাব স্ববিরোধী। সাধারণ নাগরিক, রাজনীতিবিদ, পুলিশ, সাংবাদিক, বুদ্ধিজীবি সকলেই এমন। অন্যদের কথা বাদ দিলাম, সাংবাদিক হিসাবে নিজেদের আত্ম সমালোচনা করি। সব সময় সাংবাদিকরা সড়ক পরিবহনে চাঁদাবাজির বিরুদ্ধে লেখালেখি বা প্রতিবেদন করে। সম্প্রতি টঙ্গীতে একজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সে বিআরটিসি পরিবহন থেকে প্রতিদিন চাঁদা সংগ্রহ করে। যে নদী তীর দখল করে হাট বাজার অথবা মহাসড়কে কবুতরের হাট বসা নিয়ে পত্রিকায় লেখা হচ্ছে। সেই হাট বাজারের ইজারা নিচ্ছে সাংবাদিক নেতৃবৃন্দ। এমন স্ববিরোধী কাজ হতে বিরত না হলে দেশ এগুবে না। দেশ এগিয়ে নেবার দায়িত্ব শুধু কি রাজনীতিবিদের। নাকি আমাদের সকলের। আদর্শ সাংবাদিক, আদর্শ শিক্ষক বা ধনাঢ্য শিল্পপতি এটাই জনকথা। এখন কেউ যদি মনে করেন ধনাঢ্য সাংবাদিক হবেন তখন তাকে অনৈতিকতার বেড়াজালে পড়তেই হচ্ছে। আর সব শ্রেনী পেশার মানুষের বেলা এমনই হয়।
জনতার মুখোমুখি অনুষ্ঠান দেশ এগিয়ে চলার। জনতার মুখোমুখি অনুষ্ঠান মানুষের বিবেক জগরুক। গাসিক মেয়র এই জনসচেতনতা মূলক অনুষ্ঠান প্রতি ওয়ার্ডে অব্যাহত রাখলে সেটি হবে সময়োপযোগী। উন্নয়ন দেশজুড়ে চলমান। জনসচেতনতা অনুষ্ঠান দেশ জুড়েই হতে হবে। আমরা পরিবেশ বান্ধব উন্নয়ন প্রত্যাসা করি। বাংলাদেশ হবে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ পরিবশে বান্ধব উন্নত দেশ। মহান মে দিবসে এটাই হোক অঙ্গিকার।
লেখক : সাংবাদিক ও সাহিত্যিক






