Daily Gazipur Online

জলবায়ু সংকট মোকাবেলায় তরুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে : বাপ্পি সরদার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ৯ ডিসেম্বর সোমবার বিকালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে লক্ষিপাশা বাজারে জলবায়ু সংকট মোকাবেলায় করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার মোঃ তাইবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।
বাপ্পি সরদার তার বক্তব্যে বলেন, নড়াইল জেলা নদী মাতৃক জেলা।নদীর ভাঙ্গনে সবাই জর্জরিত। বাঁধ নির্মাণ টেকসই না হওয়ায় নদী পাড়ের মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। ইট ভাটার কারণে গাছ কেটে পরিবেশ দূষণ করা হচ্ছে। জলবায়ু সমস্যা মোকাবেলায় আমাদের সোচ্চার হতে হবে। দায়ী রাষ্ট্রকে ক্ষতি পুরন দিতে হবে। সবুজ আন্দোলন প্রত্যেক জেলায় সাধ্য মত বৃক্ষরোপন করার জন্য কাজ করছে।
সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আব্দুস সবুর, মোঃ রুবেল হোসেন, মোঃ রাসেল শেখ, জামাল সরদার, মিরাজ খান প্রমুখ।