জাকসু নির্বাচন: জরুরি বৈঠক শেষে আবার ভোট গণনা শুরু

0
68
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পুনরায় শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার পর এ গণনা শুরু হয়।
এদিন বিকেল ৫টার পর ভোট গণনা বন্ধ করে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। বৈঠক থেকে বেরিয়ে অবশিষ্ট ভোট গণনা শুরু করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, পূর্বের মতো ম্যানুয়ালি ভোট গণনা চলতে থাকবে। তবে গণনা টিমের সংখ্যা বাড়ানো হবে।
দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু নির্বাচনের ভোটগ্রহণ হয়। সকাল ৯টা থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। কিছু কেন্দ্রে অবশ্য ভোটগ্রহণ শুরু হতে দেরি ও বিঘ্নিত হওয়ায় গ্রহণের সময় বাড়ানো হয়।
ভোট গণনার জন্য যে ওএমআর মেশিন কেনা হয়, তা জামায়াতের কোনো এক অখ্যাত কোম্পানির বলে ছাত্রদল অভিযোগ করলে ভোট হাতে গোনার সিদ্ধান্ত হয়। যদিও ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদলকে সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরপর রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। হাতে গোনা দীর্ঘ সময়ের ব্যাপার বিধায় প্রথমে বলা হয় শুক্রবার সকালে ফলাফল ঘোষণা হবে। কিন্তু গণনা শেষ না হওয়ায় বারবার সময় বদলানো হয়। শেষমেষ জানানো হয়, রাত ১০টার পরে ফলাফল ঘোষণা করা হতে পারে।
এর মধ্যে সকালে ভোট গণনার সময় অসুস্থ হয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা মারা যান। নওয়াব ফয়জুন্নেসা হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা সুলতানা আকতার বলেন, আমার সহকর্মীর (চারুকলার শিক্ষক জান্নাতুল ফেরদৌস) মৃত্যুর জন্য প্রশাসন দায়ী। যদি মেশিনে ভোট গণনা হতো হয়তো আমরা আমাদের সহকর্মীকে হারাতাম না। গত তিনদিন ধরে আমরা অমানুষিক পরিশ্রম করে যাচ্ছি। আমাদের কি পরিবার নেই? শারীরিক মানসিক ক্লান্তি নেই?
তিনি বলেন, এভাবে এনালগ পদ্ধতিতে ভোট গণনা করলে তিনদিনেও ভোট গণনা শেষ হবে না। আমরা শিক্ষক, এসব আর মেনে নিতে পারছি না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here