জাগো নিউজ ও বিডি নিউজের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

0
318
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবা বিজ্ঞপ্তি ) : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহি উদ্দিন সরকার, বিডি নিউজের সম্পাদক ইন চীফ ও ম্যানেজিং ডিরেক্টর তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাডভোকেট এম এ মজিদ ও মহাসচিব নাসির উদ্দিন বুলবুল এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বিবৃতি অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে সারা দেশের সাংবাদিকরা কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
গত ৮ এপ্রিল বালিয়াডাঙ্গীতে ৬৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। সে চাল উদ্ধারকে কেন্দ্র করে পরদিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মন বাদি হয়ে মোমিনুল ইসলাম ভাসানীসহ কয়েকজনের নামে মামলা করেন।
উল্লেখ্য ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাল চুরির ঘটনা ধরা পড়ার পর ওএমএস ডিলার ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here