ওমর ফারুক মিয়াজী
আমি হয়তো অল্প অল্প চিনি
জাগ্রত মহা নায়ক তিনি
দেশ কিংবা বিদেশে তাঁর অনেক নাম
আছে অনেক খ্যাতি অঢেল সম্মান।
জাগ্রত ব্যবসায়ী জনতা জাগ্রত সাহিত্য
জাগ্রত পরিবারের হৃদ স্পন্দিত প্রাণ
সীমাহীন ভালোবাসা উদার উচ্ছ্বাসিত
আস্থা আর বিশ্বস্ততায় সু-মহান।
তিনি প্রেমিক তিনি চির যুবা
বলিষ্ঠ দেহাবরণ বিশাল তাঁর মন
মানবতার কল্যানে নিজেকে
সর্বদা সর্বত্র সঁপিয়াছেন সারাক্ষণ।
আমি বলছি সেই মানুষের কথা
তিনি হাজারো মানুষের মাথার ছাতা
জাগ্রত মহা নায়ক শিহাব রিফাত আলম
সফল ব্যবসায়ী তিনি সফল তাঁর কলম।