

স্টাফ রিপোর্টার: জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক কার্যনিবার্হী সদস্য নাসির উদ্দীন বুলবুল জাগ্রত সাহিত্য সম্মাননা পদক পেয়েছেন।
শুক্রবার (০২ মে ২০২৫) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জাগ্রত সাহিত্য সম্মাননা-২০২৫ উপলক্ষে এ পুরস্কার দেওয়া হয়।
অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন ড. জাহাঙ্গীর আলম রোস্তম। জাগ্রত গ্রুপের চেয়ারম্যান কবি জাগ্রত হিরো শিহাব রিফাত আলমের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী জামশেদ ওয়াজেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন ইমরোজ সোহেল। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বি আর বি ক্যাবল পরিচালক রফিকুল ইসলাম রনি প্রমুখ।
