জাতি লুটেরা-দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের হাতে জিম্মি

0
76
728×90 Banner

মোঃ মতিউর রহমান সরদার: সম্পাদক-লেখক ও সাংবাদিক হচ্ছে শিল্প। এই শিল্পকে মূল্যায়ন করে ধরে রাখার দায়ীত্ব বিশ্বের সকল দেশের সরকারের। এই শিল্প বিশ্বের সকল দেশের ও মানুষসহ সৃষ্টির কল্যাণে তাদের জগত থেকে অবদান রেখেই চলছে এবং প্রান দিচ্ছে। বিশ্বসহ স্ব-দেশ ও জাতি কল্যাণকামী সাংবাদিকবৃন্দসহ এই শিল্প পেশার সাথে যুক্ত সকলে অতীতেও ছিলো-আছে-থাকবে-আসবে। এই পেশার আলোকিত মানুষ কোনদিন শেষ হওয়ার নয়। তারা পেশাগত দায়ীত্ব পালন করার মাধ্যমে এবং জীবনের ঝুঁকি নিয়ে কল্যাণকর বিষয় নিয়ে লিখেছেন-লেখবেন। কেউ সুবিধাবাদীর কাতারে গিয়ে এবং সুবিধা পেয়ে মুখ ও কলম বন্ধ রাখবেন,এটাই স্বাভাবিক। কেউ পারিবারিক সুবিধা আদায় এবং অবৈধ উপার্জন রক্ষা করার জন্য ঢাল-তলোয়ার হিসেবে পত্রিকা বের করে থাকেন। যারা এই পেশার পেশাগত মান ক্ষুন্ন করে-তাদেরকেই বিশ্বের কোন কোন সরকার এবং প্রশাসন বেশি মূল্যায়ন করে এবং অবৈধ সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। যার ফলে তারা দেশ ও জাতির কোন কল্যাণে আসতে পারে না। কেউ দেশ ও জাতির কথা বলার জন্য পত্রিকা বের ও প্রকাশ করবেন এবং লেখবেন,যারা অস্বাভাবিক। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে প্রকাশ এবং লেখা চলছে-চলবে। বিবেচনা আপনাদের। প্রিয় পাঠকদের জ্ঞাতার্থে জানাচ্ছি-জাতি বিশ্বাস করেন দুর্নীতিবাজ-টাকা পাচারকারী-ঘুষখোর এবং ইচ্ছামতো পণ্য মূল্য বৃদ্ধিকারী ও কমিশন ভোগী ব্যবসায়ী চক্রের হাতে পুরো দেশ ও জাতির উন্নয়ন জিম্মি। লুটেরাদের কর্মকান্ডের হিসাব মিলিয়ে দেখলে কোন সরকার ও প্রশাসন দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। এমপি-মন্ত্রীরা ও কমিশন ভোগী ব্যবসায়ীরা নামি-দামি গাড়ি বিদেশ থেকে আনে এবং কর মওকুফ করা হয়। জাতিকে তারা কি ধরনের উন্নয়ন কল্যাণমুখী শিক্ষা দেয়?লুটেরাদের কবল থেকে দেশ ও জাতিকে মুক্তি করার লক্ষ্যে ভবিষ্যতে কোন সু-মায়ের-সু-সন্তান দায়িত্ব নিয়ে দেশ ও জাতির প্রত্যয়ে কাজ করবেন বা এগিয়ে আসবেন কি?তাছাড়া মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন সোনার বাংলা গড়ার-চেতনার মূল্যায়ন ও মহান স্বাধীনতাকে অর্থবহ করা যাবে কি? দুর্নীতিবাজ ও টাকা পাচারকারী চক্র দেশের মাটি ও মানুষকে কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে। ওদেরকে প্রতিহত বা নির্মূল করা ব্যতিত স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করা অসম্ভব। দেশ-জাতির উন্নয়ন কেড়ে নেওয়ার এবং বাধাগ্রস্ত করার জন্য কোন চক্র দায়ী,তা সব সরকার জানার পরেও কোন কার্যকর পদক্ষেপ নেয় না। এমনকি সাংবাদিকবৃন্দ লেখার পরেও কোন সরকার যথাযথ আইন প্রয়োগ করে না। যদি কোন কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন না করা হয়,তাহলে তারা সবসময়ই আইনের উর্ধ্বে থাকবে। সব সরকার সিন্ডিকেট দ্বারা আক্রান্ত। অন্যদিকে মীরজাফর ও খন্দকার মোস্তাকের কুশীলবরা সরকারের নীতি নির্ধারকদের মাথায় ভর করে আছে। যার ফলে কুশীলব ও তাদের সহযোগিরা মিলে পাহাড় পরিমাণ অবৈধ অর্থ-সম্পদের মালিক হয়েছে। তাই ওদের হাতে দেশের সাধারণ মানুষ নানা ভাবে জুলুম-নির্যাতনের শিকার হচ্ছে এবং দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষ জিম্মি। এলাকার নিরীহ মানুষ কিছু বলার সাহস পায় না,কারণ অবৈধ সম্পদের মালিকের,ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দ্বারা মারধর-হত্যা করাবে এবং প্রশাসনের সহযোগীতাও তাদের পক্ষে যাবে। সুতরাং ওদের অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করার সাহস কেহ রাখে না। ওদের ব্যাপারে সরকার-প্রশাসন জানে এবং ভূক্তভোগীরা অভিযোগও করেন। কিন্ত বিশেষ বিবেচনায় সরকার ও প্রশাসনও চুপ থাকে। ওরা আইনের রশিতেও আটকায় না,আবার আটকা পরলেও,রশি ছিঁড়ে বের হয়ে যায়। কেউ জানে না,ওদের অবৈধ ক্ষমতার শেষ রশির জোর কোথায়?অনেকে হাজার-হাজার কোটি টাকার মালিক হয়েছে,তাতে কেউই অখুশি নয়। কিন্ত কিভাবে অতো টাকার মালিক হয়েছে,সে ব্যাপারে স্বাধীন দেশের সরকার এবং প্রশাসনের জানার ও জাতিকে জানানোর প্রয়োজনীয় কর্মসূচী সম্পাদন করার দায়িত্ব আছে,তবে দায়িত্ব পালনের নজির নেই। সমাজের অপরাধীরাই টাকার প্রভাবে নানামূখী নাশকতামূলক কর্মকান্ড-দাঙ্গা,ফ্যাসাদ সৃষ্টি করে। ওরা মানুষকে মানুষই মনে করে না। গাড়ী চাপা দিয়ে মানুষ হত্যা করে পালায় এবং পুলিশসহ পথচারিরা অসহায়ের মতো নির্ভাক চেয়ে থাকে। ওরাও যেমন অমানুষ,ঠিক তেমনি ভাবে,ওদের ড্রাইভারও অমানুষ। বাবা-দাদা-চাচা-খালু বা পারিবারিক রাস্তা মনে করে গাড়ী চালায়। শহরে ব্যাটারি চালিত রিক্সা চলাচল সরকার নিষেধ করেছে। কিন্ত সেই নিষেধও উপেক্ষিত হচ্ছে এবং শহরে বেপরোয়া গতিতে সেই রিক্সা চলছে এবং মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছে। দেশে কত রকমের ঘটনা প্রতিদিন ঘটছে,কিন্ত পত্রিকার পাতায় কি সেসব সংবাদ স্থান পায় ?দেশের এক শ্রেণীর রাজনীতিবিদ-সাংবাদিক-শ্রমিক নেতা এবং উক্ত পেশার কিছু সংখ্যক চাটুকার সদস্য,সদস্যা আছে। যারা সম্পদের পাহাড়ের মাঝে ভোগ বিলাসী জীবন যাপন করে। আবার উক্ত পেশার মাঝে থেকে কেউ জীবনের ঝুঁকি নিয়ে এবং পেশার মান বজায় রেখে নিরলস ভাবে কাজ করছে। তাদের সেসব কাজের ও ত্যাগের হিসেব অনেকেই করেনা,যারা স্বাভাবিক উন্নয়নের মুখও দেখতে পায় না। ঐ শ্রেণীর মাঝে যেমন রয়েছে,বৈষম্যবাদী,ঠিক তেমনি ভাবে রয়েছে,বৈষম্য বিরোধী। কিন্ত জাতি খুঁজে পায় না,কে আসল,কে নকল বৈষম্যবাদী ও বৈষম্য বিরোধী। সকল সরকার বস্তি উচ্ছেদ করেছে। কিন্ত সেই বস্তির জমির বড় অংশ চলে গেছে,সব সরকারের আপনজনদের দখলে। যাদের মাথা গোজার ঠাই নাই,তাদের হয়েছিলো বস্তিতে ঠাই। বস্তিবাসীর উন্নয়নের নামে বাস্তহারা লীগ-বাস্তহারা দল-বাস্তহারা পার্টিসহ ইত্যাদি নাম বিক্রি করে সরকারি ও ভূয়া দলিল,দস্তাবেজ তৈয়ার করে দুর্বল মানুষের জমিও দখল করে এবং নেতা সেজে অনেকেই ধনী থেকে শীর্ষ ধনী হয়েছে। তারা কোন ভাইয়ের আশ্রয় থেকে ঐ সকল মানুষকে রাস্তায় নামিয়ে ভাই-ভাই বলে শ্লোগান দেওয়াতে এবং মুখের ফেনা উঠাতে থাকে। মানুষ যে,কত কায়দা ও কৌশলে মানুষকে ব্যবহার করে ধবংস করে আখের গুছাতে থাকে,এর খবর কতজন রাখে!দেশ ও জাতি শিক্ষা পাওয়ার মতো বিচার-শাস্তি-জেল-জরিমানার মতো কঠিন আইন প্রয়োগ না হওয়ার কারনেই,অপরাধীরা বা লুটেরারা প্রতিদিন নানা প্রকারের অপকর্ম করে অর্থ-সম্পদের মালিক হওয়ার পথে ধাবিত হচ্ছেই এবং সহায়তা পাচ্ছেই। যাদের হাতে আইনের রশি,তারা যদি সঠিক ভাবে,আইনের প্রয়োগ করে,তবে আইনের ফসল পৌছে যাবে ঘরে-ঘরে। যে যে ভাবেই,আর যে পথেই হোক,শীর্ষ ধনী হওয়ার প্রতিযোগিতায় প্রায় সকলেই ব্যাস্ত,যা এক প্রকারের রোগ। কিছু মানুষ আছে হকের উপরেই শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ জানিয়ে খুশি রয়,যাদের কারনে,অপরাধ অনেক কম হয়। এরা ভালো কাজ করার জন্য রাজনীতিতেও আছেন,সাংবাদিক পেশার মতো মহান পেশায়ও আছেন,শ্রমিকদের মাঝেও আছেন,ব্যবসাসহ চাকুরী ও ইত্যাদি পেশায় জড়িত আছেন। আর ঐ দুর্নীতিবাজ-টাকা পাচারকারী শ্রেনী আছে-কোরবানী দিতেই হবে,তা চুরি-দুর্নীতি-ঘুষ খাওয়ার বা ডাকাতি করার টাকা দিয়ে হোক,কিন্ত একাধিক গরু-ছাগল,উট-দুম্বা,ভেড়া-মহিষ জবাই করে কোরবানী দিতেই হবে,না হলে জাতের মান জাবে। কোরবানী শেষে কলিজা-মাথা ও বিশেষ-বিশেষ জায়গার গোস্ত,বিশেষ আপনজনদের বাড়িতে পাঠাতে হবে,ফ্রিজে রেখে দিতে হবে। কোরবানী কবুল হবে কি না,তা কোন হিসেবের বিষয় নয়,কিন্ত কোরবানী দিতেই হবে,মানুষকে দেখাতেই হবে,যা হলো মূল বিষয়। তবে হ্যা কোন কোন ব্যাক্তি আছেন যিনি ধর্মীয় পুরো নিয়ম-নীতি রক্ষা করেই কোরবানীর আনন্দ উপভোগ করে থাকেন। কামনা করি তাদের এবং দেশ ও জাতির হক আদায় করার মতো মানুষের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাক। অন্যায়ভাবে এবং ক্ষমতা প্রভাবের জোরে দেশ ও জাতির হক কেড়ে নেওয়া। যা একাধিক ধরনের ভয়াবহ রোগ-ব্যামার,ব্যাধী। দেশে বুদ্ধিমান-শিক্ষিত এবং দেশপ্রেমিক-দেশ দরদী মানুষের কোন অভাব নাই। কিন্ত দুঃখজনক হলেও সত্যি যে,ধর্মীয় মূল্যের হিসেবে গিয়ে বা উন্নয়নের দিকে নজর দিয়ে কাজ করার মতো মানুষ নেই। এই অভাব দূর করা দরকার। শিক্ষার উন্নয়নের লক্ষ্যে স্কুল-কলেজে শিক্ষকদের নিয়ে কমিটি গঠন করা হয় এবং তারাও দুর্নীতির আশ্রয় নেয়। ফলে রাজনীতিবিদদেরকে নিয়ে স্কুল-কলেজের কমিটি গঠন করা হয়। কিন্ত কোন কমিটিই দুর্নীতি মুক্ত থেকে কাজের মাঝে নাই এবং সেই রকম ভালো কোন খবর নাই। সু-শিক্ষার স্থান কোথায় পাই?সব সরকারের আমলে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে,দেশ ও বিদেশের ধান্দাবাজ ঐক্যবদ্ধ হয়ে,দোকান করে। মানুষের সাথে ওরা প্রতারনা করে,এই দেশ-জাতির শত-শত কোটি টাকা হাতিয়ে নেয় এবং বিদেশে পাচার করে দেয়। টাকা পাচার হয়ে যাওয়ার পরে সরকার ও প্রশাসন জানতে পারে এবং তদন্তে নামে। প্রতারনামূখী দোকান খুলে বসার আগে এবং প্রতারনা করে টাকা নেওয়ার আগে,সরকার ও প্রশাসন কি করে?রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদেরকে জাতি বিভিন্ন প্রকারের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এর বিনিময় তারা জাতিকে কি সেবা বা উন্নয়ন দেয়,তাও আমলে নিতে হবে এবং জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিক মহল কি দেয়-সে হিসেবও করতে হবে। সাংবাদিক মহল পেশার মান ও কল্যাণের গুরুত্ব বুঝে জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে এবং তথ্য প্রকাশ করে সরকারকে সহযোগীতা করে। এরপর সরকার-প্রশাসন মাঠে নেমে কাজ করার সুযোগ নেয়। কোন ব্যাক্তি এবং কোন প্রতিষ্ঠান কখোন কি ব্যবসা করে,সে ব্যাপারে তো আগেই খোঁজ-খবর রাখা উচিৎ। অনেক মানুষকে রাস্তার ফকির বানানোর পরে কি লাভ হবে আইনি পদক্ষেপ গ্রহন করে?অনেক সময় প্রতারক ব্যবসায়ী ধরা পরে,কিন্ত কারো টাকা উদ্ধার করে দেওয়ার নজির নেই। উন্নত দেশগুলো-বিভিন্ন দেশের টাকা পাচারকারী চোরদেরকে,সেদেশের বিভিন্ন প্রকারের সুযোগ-সুবিধা প্রদান করে,অপরাধকে প্রভাবিত করে,যা আমাদেরকে গভীর ভাবে অবশ্যই উপলব্দি করা দরকার আছে। তাই উপলব্দিসহ বিশ্বাস করা দরকার আছে যে,টাকা পাচারকারী চোরদের গডফাদারের ভূমিকায় থাকে আমেরিকা এবং আমেরিকার ইন্দনে বিশ্বের কোন কোন দেশ। ওরা বাংলাদেশের চোরসহ বিশ্বের বিভিন্ন দেশের চোর আশ্রয় দিয়ে বিভিন্ন দেশের ক্ষতি করছে এবং আমেরিকা কর নিচ্ছে ও বিভিন্ন দেশের টাকা আটকিয়ে রাখছে। বাংলাদেশের যেই চোরেরা আমেরিকার স্থায়ী বাসিন্দা,তারা দেশপ্রেমিক হতে পারে না। ওরা আমেরিকা এবং পাকিস্তানিদের দোষর। ১৯৭১ সালে ওরা করেছিলো বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা,আর স্বাধীনের পর থেকে বাংলাদেশের টাকা পাচার করে-করছে দেশ ও জাতির উন্নয়নের বিরোধীতা। ওরা বাংলাদেশ ও জাতির হক চুরি করে নিয়ে আমেরিকান জীবন যাপন করে আজ তারা আমেরিকান সেজে আছে। ঐ আমেরিকার পতন হবে,শুধু সময়ের ব্যাপার। অনেক কারনে,বিশ্বের অনেক জাতির ভয়াবহ অভিশাপ-আমেরিকার উপরে ভর করে আছে। আমেরিকা আর্থিকভাবে যখন পঙ্গু হবে,তখন বাংলাদেশের চোর এবং বিশ্বের অন্যান্য দেশের চোরদের টাকা এবং সম্পদ আমেরিকা কেড়ে নিয়ে সকল দেশের চোরদেরকে শূন্য হাতে পরিবারসহ বের করে দিবে। স্ব-দেশের মাটিতে বিশ্বের চোরদেরকে কোন একসময় যেতে হতেই পারে,যার মাঝে ভালো মানুষও থাকতে পারে। আমেরিকা বিশ্বের সম্পদ লুট করে,বিশ্বের বিভিন্ন দেশকে সহযোগীতা করে,দাতা উপাধী এবং মানবতাবাদী খেতাবী অর্জন করেছে। ওরা যে,বিশ্বকে নিয়ে দাবার খেলা খেলছে। বিশেষ করে মুসলমানদেরকে নিয়ে বেশি খেলা খেলেছে,যে বিষয়গুলি আজকাল বিশ্ববাসী তথা মুসলমান বুঝতে পারতেছেন এবং আমেরিকা-ইউরোপ বিরোধী দেশের সংখ্যাও দিনদিন বাড়তেছে এবং মুখোশ উম্মোচিত হয়েছে। সুতরাং বিষয়গুলো অবশ্যই গভীর ভাবে চিন্তা করতে হবে। এদিকে বাংলাদেশের রাজনৈতিক বলির পাঠার শিকার হয়ে পুলিশ হেফাজাতে থেকে বহু নিরীহ সিভিলিয়ান ও রাজনৈতিক কর্মীর মৃত্যু হয়,যা সেবকদের কাছে কাম্য নয়। আবার চোরদের কারনে অনেকে দরিদ্র সীমার নিচে নেমে গিয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে-মানুষ কষ্ট করছে। মানুষের মৃত্যু ও স্বজনহারানো এবং দরিদ্র সীমার নিচে নেমে যাওয়া পরিবারের কান্না,স্বাধীন জাতির কাম্য ছিলো না। কাম্য ছিলো না,স্বাধীন দেশে ঘৃনিত ও ক্ষতিকর রাজনীতি প্রতিষ্ঠিত হবে। অনেক বড়-বড় অপকর্মের হোতাদের,অপকর্ম তদন্ত করার জন্য,বাংলাদেশে অনেক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্য সত্যতা প্রমানের এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার। তবে কতোটা তদন্ত কমিটি সঠিক তদন্তে সফলতা অর্জন করেছে এবং ন্যায় বিচারের আওতায় নিয়ে,কতোজন অপরাধীর বিচার দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে গ্রহনযোগ্য করতে পেরেছে,সে সন্ধেহ রয়েই গেছে। তাই বলছি-অপরাধী হয় যদি তদন্ত কমিটির কোন সদস্য-সদস্যার বা কোন প্রভাবশালী ব্যাক্তির আত্নীয়-স্বজন,তা হলে আইনের আওতায় কি করে নেয় আপনজন?আর পেটের ক্ষুধায় ছাগল চুরি করলে-জেল,জরিমানা,ফাসী হয়। যারা পরিকল্পিত ভাবে,প্রকল্পের হাজার কোটি টাকা চুরি করে পাচার করে,সেই চোরের কিছুই হয় না,দেশে কতোরকম বৈষম্যতা। মহান মুক্তিযোদ্ধারা যেমন ত্যাগ স্বীকার করে যুদ্ধ করেছিলেন। বিনিময় তারা মূল্যায়নসহ উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছেন এবং জাতি দিচ্ছেন। কিন্ত জাতির আশা-আকাঙ্খা পুরনে জাতি বিন্দুমাত্র সহায়তা পাচ্ছে না,যা পাচ্ছে,তা কেবল নামমাত্র। মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন হলে কি,ডিবি অফিসে মায়ের চোখের সামনে কিশোর সন্তানকে ঝুলিয়ে নির্মম ভাবে নির্যাতন করা হতো?তা হলে বলুন তো,সেই গর্ভধারনী মায়ের হৃদয় কেমন কষ্ট পায়?এ কি মহান মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন?পুলিশ তো জাতির কোন বিচ্ছিন্ন অংশ নয়। জাতি-জাতির সেবা করার,নিরাপত্তা দেওয়ার এবং আইনের উন্নয়ন সাধন করার দায়িত্ব নিয়েছে বলেই-পুলিশ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তাদের ত্যাগের বিনিময় জাতি বেতন-ভাতা পরিশোধ করছেন। অপরাধী ধরার এবং অপরাধ নির্মূল করার দায়িত্ব যেমন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে পুলিশেরও দায়িত্ব রয়েছে। যেমন-কি কারনে কে কোন অপরাধ করেছে,সে বিষয় স্বচ্ছ তদন্ত করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করার প্রয়োজন আছে। তাতে সরকার মঙ্গলময় পদক্ষেপ গ্রহন করে-জাতিকে ভালো ফসল ভোগ করার সুযোগ করে দিতে পারবে এবং সেই সুনামের অংশিদার পুলিশ প্রশাসনও হবে। স্বচ্ছ তদন্তে দেখা যাবে কেউ ক্ষুধার জ্বালা মেটানোর জন্য,কেউ ভোগ বিলাসী জীবন যাপন করার জন্য পরিকল্পিত ভাবেই অপরাধ করেছে। তাই অপরাধের ধরন অনুযায়ী কোন অপরাধে কার কি বিচার হতে পারে,সে বিষয় পুলিশের পক্ষ থেকে জোরালো সুপারিশ জাতি আশা করে। তাতে প্রকৃত অপরাধীর বিচার জাতির কাছে স্বরণীয় হবে। যারা একান্তই প্রয়োজনে এবং বাধ্য বা পরিস্থিতির শিকার হয়ে,অপরাধ করেছে,তারা পুলিশের নিরপেক্ষ সুপারিশ বলে উপকৃত হবে। যার ফলে তারা বদলানোর সুযোগও নিতে পারবে। যা হবে আইনের-সেবার ও স্বাধীনতার মানোন্নয়ন। পুলিশ পরিচয়ে দিয়ে কারা মানুষকে ধরে নিয়ে যায়,তাদের ধরে কঠিন শাস্তি দিয়ে,পুলিশ প্রশাসনের সুনাম বৃদ্ধি করার দায়িত্ব পুলিশকেই নিতে হবে এবং পুলিশের উপরে জাতির এখনো স্বাভাবিক বিশ্বাস আছে এবং আরো বিশ্বাসী হওয়ার চেষ্টা করতে হবে। মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে পুলিশ-এর পক্ষ থেকে ষ্টীকার লাগানো হয়েছে। সে ষ্টীকারে উল্লেখ করা হয়েছে। মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। জাতি এর বাস্তবায়ন চায়। জনপ্রশাসন হচ্ছে,দেশের গুরুত্বপুর্ণ একটি প্রশাসন। যেই প্রতিষ্ঠান হচ্ছে,প্রশাসনের মাথা। সেই প্রতিষ্ঠান যদি পেটুয়া বাহিনী দ্বারা আক্রান্ত হয়,তবে ভালো শিক্ষা জাতি পাবে কোথায়?উচিৎ ছিলো যে যে প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে ছিলো,আছে তাকে সেই প্রতিষ্ঠানের দপ্তর ও অধিদপ্তরকে ঠিকমতো সাজানো এবং গুছানো। কেউ সে সময় পায় না-নিজ ও পরিবারের আখের গুছানোর কাজে ব্যাস্ত থাকার কারনে। সরকারি গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠানের অনেক প্রধানের নামে হাজার-শত কোটি টাকা দুর্নীতি ও পাচারের অভিযোগ আছে,কিন্ত আইনের আওতায় যায় না,বিচার হয় না এবং বহাল তবিয়াতেই আছে। ভালো মেয়েরা ভালো পথে থাকতে এবং ইজ্জত বাচিয়ে চলতে চায়। তবে দেহব্যবসায়ী ও উপর মহলের লুচ্চা,বদমায়েশ চক্রের কারনে ভালো থাকা সম্ভব হয় না। মায়ের জাতি আমাদের কাছে যথাযোগ্য মর্যাদা আজও পায় না। সঠিক বিচার না হওয়ার ফলে বিভিন্ন প্রকারের অপকর্ম সৃষ্টিতে আগ্রহী হয়। দেশ ও জাতিকে ভালো সিঁড়ির উপরে তুলে পার করার জন্য কোন সিঁড়ি জাতি খুঁজে পায় না। ৫১ বছরেও আমরা সেই সিঁড়ি নির্মান করতে পারি নাই। সুতরাং দেশ-জাতিকে সাজানো-গুছানো এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করার সময় তারা কখোন পাবে?যারা ভালো পথে আছে,ভালো থাকতে চায়,তাদেরকে কোন সরকার সহযোগীতা করে না বলেই কেউ বাধ্য হয়ে অপরাধের পথে পাও বাড়ায়। চোরদের ছেলে-মেয়ে বিদেশে পাঠিয়ে উচ্চমানের শিক্ষিত করে বড় চোর বানিয়ে দেশে আনবে এবং চুরি করাবে। গরিবের ছেলে-মেয়েরা পরীক্ষায় ভালো নাম্বার পায়,কিন্ত টাকার বিনিময় শিক্ষকদের কাছ থেকে,দুর্নীতিবাজ চক্র নাম্বার ও সনদ কিনে নেয়। সেই চোরেরাই বিভিন্ন জায়গার দখল নেয়। ঐ বিদেশী শাসকদের আমলেও,যেই সুযোগ-সুবিধা পেতো,এ দেশের সাধারন মানুষ,সেই সুযোগ-সুবিধার চেয়েও কম সুযোগ-সুবিধা পায়,স্বাধীনতা অর্জন করার পরে। দুর্নীতিবাজ-টাকা পাচারকারী ও লুটেরা শ্রেনীর হাতে দেশ ও জাতির উন্নয়ন নিরবে জিম্মি রয়েছে। সেই বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে কাজ করা প্রয়োজন আছে। এই ক্ষেত্রে দেশের সকল মিডিয়া বান্ধবের প্রকাশ ও লেখার স্বাধীনতা বাড়িয়ে দিয়ে সহযোগীতা নেওয়া আবশ্যক। যথাযথ শিক্ষক যথাযথ শিক্ষার আলো ছড়িয়ে দেয় এবং যথাযথ সম্পাদক ও প্রকাশক এবং যথাযথ লেখক ও সাংবাদিকবৃন্দ। ঝুঁকি নিয়-জীবন দিয়ে তাদের দায়ীত্ব ও কর্তব্য পালনের মাঝে সরকার-দেশ ও জাতির কাছে সত্য তথ্য প্রকাশের মাধ্যমে আলো ছড়িয়ে দিয়ে যথাযথ পথ দেখিয়ে থাকেন,যা অবশ্যই মঙ্গলময় ফসল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নমূলক অনেক কাজ করেছেন এবং অপরাধ নির্মূল করেছেন,অনেক অপরাধীকে আইনের আওতায় নিয়েছেন,অনেক বিচার সম্পন্ন করেছেন। এখন উন্নয়নের মূল বাধাগুলো শনাক্ত করে ভেঙ্গে ঘুরিয়ে দূর করতে পারলেই আসল উন্নয়নের দরজা স্থায়ীভাবে খুলে যাবে। বিশ্বাস করি সেসব বাধা অতিক্রম করতে সক্ষম বা সফল হবেন।

লেখকঃ
সাংবাদিক-গবেষক ও কলামিষ্ট।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here