জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ ও জাতির কল্যাণ কামনা

0
92
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।
জাতীয় ঈদগাহের জামাতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ধারণ ক্ষমতা রয়েছে জাতীয় ঈদগাহে। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে জাতীয় ঈদগাহ কানায় কানায় ভর্তি ছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরাসহ প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় ঈদগাহের জামাতে অংশ নেন এবং নামাজ আদায় করেন। সকাল থেকেই জাতীয় ঈদগাহে মাওলানারা কোরবানির ফজিলত তুলে ধরে ইসলামী বয়ান করতে থাকেন। সকাল ৬টার পর থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা আসতে থাকেন।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুকতি মো. আব্দুল মালেক। পরে দেশ, জাতি ও বিশ্বের সব মানুষের সুখ-শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নামাজ শেষে প্রধান উপদেষ্টা মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। দেশের মঙ্গলের জন্য সবাই দোয়া করবেন।
এদিকে জাতীয় ঈদগাহে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। আগে থেকেই র‌্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনীর বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here