অলিদুর রহমান অলিঃ রাজধানীর উত্তরায় সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা ৩ নং সেক্টরে অবস্থিত দি হোয়াইট হলে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। জাতীয় পার্টির কো চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি সাংবাদিক ভাইদের সম্মান করি। তাই আজ মনে করলাম এই পবিত্র মাহে রমজানে উত্তরা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে ইফতার করি। আমার সাথে সাংবাদিকদের রক্তের সম্পর্ক। আমার সামনে দূর্গম পদটা আপনাদের সহযোগিতা নিয়ে সামনের দিকে পারি দিতে চাই।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইন ও রাজনৈতিক উপদেষ্টা কাজী রুবায়েত হাসান, উত্তরা প্রেস ক্লাবের সভাপতি রাসেল খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহতাব ফারাহী, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ।
জাতীয় পার্টির উদ্যোগে উত্তরায় ইফতার মাহফিল
