জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্চ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী

0
226
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় মার্চ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। এসব কর্মসুচির মধ্য্যে রযেছে, ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর নেতৃত্বে সকাল ৭ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। ১২ মার্চ বিকাল ৪ টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আন্ত:কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ এর চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং “অগ্নিঝরা মার্চ ও বাঙালি জাতিসত্ত্বার উত্থান” শীর্ষক আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম. মোজাম্মেল হক এমপি ও বিশেষ অতিথি হিসেবে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন। ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর নেতৃত্বে সকাল সাড়ে ৮ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস, ধানমন্ডি নগর কার্যালয় ও আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ এবং সকাল সাড়ে ১০ টায় গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কানাডা প্রবাসী মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক মুস্তফা চৌধুরী কর্তৃক “একাত্তরের গণহত্যা-নির্যাতন ও যুদ্ধশিশু” শীর্ষক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও আলোচনা সভা।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধ সাভারে সকাল সাড়ে ৭ টায় পুষ্পস্তবক অর্পণ।
একইদিন ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও প্রত্যুষে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস, ধানমন্ডি নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here