Daily Gazipur Online

জাতীয় শ্রমিকলীগ সিংগাপুর বৈদেশিক আহবায়ক কমিটি গঠন

আর কে আকাশ: জাতীয় শ্রমিক লীগের সিংগাপুর বৈদেশিক আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মো. রেজাউল করিমকে আহবায়ক ও মো. উজ্জ্বল হোসেনকে যুগ্ম আহবায়ক করে জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ¦ শুক্কুর মাহমুদ স্বাক্ষরিত প্যাডে ২২ সদস্য বিশিষ্ট্য এই কমিটির অনুমোদন দেয়া হয়।
নব-নির্বাচিত আহবায়ক কমিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদকে কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিদেশে বাংলাদেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আমরা শ্রমিকলীগের মাধ্যমে একনিষ্ট ভাবে কাজ করে যাবো এবং সেই সাথে তারা সকলের সহযোগিতা কামনা করেন।