Daily Gazipur Online

জাতীয় সাংবাদিক সোসাইটির উদ্যোগে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস পালন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ‘মিডিয়া ফর ডেমোক্র্যাসি: জার্নালিজম অ্যান্ড ইলেকশন্স ইন টাইমস ডিজইনফরমেশন’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
শুক্রবার জাতীয় সাংবাদিক সোসাইটির উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ১৯৯৩ সাল থেকে আন্তর্জাতিকভাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী জাতিসংঘ প্রতি বছরের ৩ মে’কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে এবং ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
আলোচনা সভায় বক্তারা ৭টি দাবি তুলে ধরেন : ১। সংবিধান মোতাবেক ৪র্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত সাংবাদিকদের রাষ্ট্রের ১ম, ২য় ও ৩য় স্তম্ভের সাথে (১ম-মাননীয় সংসদ সদস্য, ২য়-প্রশাসন বিভাগ, ৩য় বিচার বিভাগ) তুলনামূলক মূল্যায়ন করতে হবে।
২। সাংবাদিক ও সাংবাদিক সংগঠনগুলো তথ্য মন্ত্রণালয়ের অধিনস্থ প্রেস কাউন্সিলের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
৩। দেশের বিভিন্ন খাতের উন্নয়নের ন্যায় সাংবাদিকদের উন্নয়নে পৃথক বাজেট বরাদ্ধ দিতে হবে। যে বাজেট থেকে সাংবাদিক ও সাংবাদিক সংগঠনগুলোর কল্যাণে সংগঠনগুলোর ভবন নির্মাণ বা অবকাঠামোগত উন্নয়নসহ ডিজিটাইজেশন এবং উপকরণ সরবরাহ সহ সাংবাদিকদের ঝুঁকিভাতা, দূর্যোগ দূর্ঘটনায় সহযোগিতা, নিরাপত্তা, আবাসন সমস্যার সমাধান, দেশ-বিদেশ প্রশিক্ষণ, বৃদ্ধ বা অবসরকালীন পেনশন ভাতা প্রদান করা হবে।
৪। রাষ্ট্রীয়বাবে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস পালন করতে হবে।
৫। প্রকাশিত সংবাদ সংক্রান্ত যে কোন মামলার বিচারিক ক্ষমতা কেবলমাত্র প্রেস কাউন্সিলকে দিতে হবে।
৬। সাংবাদিকদের সার্বিক অধিকার রক্ষায় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার জন্য যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে।
৭। গণমাধ্যম সংশ্লিষ্ট যে কোন রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে অন্যান্য সংগঠনের ন্যায় ন্যাশনাল প্রেস সোসাইটিকে অন্তর্ভূক্ত করতে হবে।
বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের গণমাধ্যমকর্মীদের মূল্যায়ন করতে হবে যেমন- সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন করে আইডি নম্বর প্রদান করতে হবে, জাতীয় প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটের অধীনে সাংবাদিক প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষিত সংবাদ প্রকাশে রাষ্ট্রের স্বার্থে, জন কল্যাণে সংবাদ প্রকাশ করা। সরকার ও গণমাধ্যম কর্তৃক সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে, ৬ষ্ঠ থেকে উচ্চতর ক্লাস সমূহে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভূক্ত করতে হবে। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের পিআরও পদে প্রকৃত সাংবাদিকদের নিয়োগ করতে হবে, তালিকাভূক্ত সাংবাদিককে সরকার কর্তৃক মাসিক ভাতা প্রদান করতে হবে, হরতাল ও অবরোধ চলাকালে সাংবাদিক ও সংবদপত্র বহনকারী যানবাহন আওতাভূক্ত রাখতে হবে, প্রতিটি গণমাধ্যম সাংবাদিকদের অনুকূলে কল্যাণ ফান্ড গঠন করতে হবে, তদন্ত দোষী প্রমাণিত হওয়ায় আগে কোন সাংবাদিককে পুলিশ গ্রেফতার করতে পারবে না, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে জাতীয় প্রেস কাউন্সিলে দায়ের করতে হবে, বিটিভি-বাসস ও বাংলাদেশ বেতারে উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করতে হবে, পত্রিকাগুলো সরকার প্রয়োজনী কাগজ বরাদ্দ দিতে হবে, জেলা ও উপজেলায় প্রতিনিধিদের সরকার ঘোষিত ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা প্রদান করতে হবে।