Daily Gazipur Online

জাতীয় স্কাউট জাম্বুরীতে চারটি আ্যালান অনুষ্ঠিত

স্বপন সরকার, কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ আজ ২৩ জানুয়ারি ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীতে চারটি অ্যালান অনুষ্ঠিত হয়েছে। ফান ফ্যাক্টরিতে স্কাউটরা আনন্দের মধ্য দিয়ে বিভিন্ন স্টলে সায়েন্স প্রজেক্ট, বাইসাইকেল মেরামত, প্লাম্বিং, ক্রাফটিং ইত্যাদি শিখছে। অ্যালান আই থ্রি তে খান ব্রাদার্স নিটওয়ারী ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক পোশাক কারখানায় স্কাউটদের পোশাক শিল্পে উৎপাদনের আদ্যোপান্ত ব্যবহারিক দেখানো হয়েছে।
অন্যদিকে এডাল্ট স্কাউটারদের উডব্যাজ গ্যাদারিং জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের বঙ্গবন্ধু এরিনায় অনুষ্ঠিত হয়। স্কাউটাররা, অর্থাৎ স্কাউটের বয়স্ক নেতারা নির্দিষ্ট সময় সেবা প্রদান করে লক্ষ্যে পৌঁছে উডব্যাজ অর্জন করেন। উডব্যাজধারী স্কাউটার দুই বিট সহ সবুজ স্কার্ফ পরিধান করেন। সেসকল স্কাউটারদের নিয়ে জাম্বুরী উপলক্ষে জাম্বুরীতে বিশেষ উডব্যাজ গ্যাদারিং অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উডব্যাজ গ্যাদারিং পরিচালক আবু জাফর সাব্বির আহমেদ। বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কমিশনার (প্রশিক্ষণ), আমিনুল এহসান খান পারভেজ, বাংলাদেশ স্কাউটস। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন মিহির কান্তি মজুমদার, সাবেক জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. শাহ আলম, সভাপতি, প্রোগ্রাম বিষয়ক জাতীয় কমিটি।