
আল আমিন মন্ডল বগুড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়নের কোলাকোপা সুবাদ বাজারে জান্নাতুল মাওয়া জামে মসজিদের ভিক্তিপ্রস্তুর নির্মান কাজের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব, সুবাদ বাজার দাতা কমিটির সভাপতি আব্দুস সামাদ, সুবাদ বাজার নিয়ন্ত্রন কমিটির সভাপতি মতিয়ার রহমান, দাতা কমিটির সদস্য সুফি আলম, আবুল কালাম মোল্লা, ব্যবসায়ী জারজিসউর রহমান আজাদ, আকতারুজ্জামান নান্নু, আমিনুল ইসলাম টুকু, লাল মিয়া, বাজার নিয়ন্ত্রন কমিটির সদস্য আব্দুল মতিন, ইউপি সদস্য ওসমান প্রাং, সাবেক ইউপি সদস্য সুরুজ্জামান’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগন প্রমূখ।
