Daily Gazipur Online

জামালপুরে করোনা পরীক্ষায় ল্যাব চালু

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জামালপুরে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করার জন্য রিয়েল টাইম পলিমারেজ চেইন রি-অ্যাকশন (আরটি-পিসিআর) ল্যাবরেটরি চালু করা হয়েছে। জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ল্যাব চালুর আয়োজন করে।
মঙ্গলবার (১২ মে) জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম এমপি। উদ্বোধক ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি।
বিশেষ অতিথি ছিলেন জামালপুর-২ আসনের এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৫ সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জামালপুর-শেরপুর জেলার নারী এমপি বেগম হোসনে আরা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (জামালপুর জেলার দায়িত্ব প্রাপ্ত সচিব) মাহবুব হোসেন, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, পৌর মেয়র মীর্জা সাখাওয়াতুল আলম মনি, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. মো. মোশায়ের উল ইসলাম রতন, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সালেহ ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকীবিল্লাহ।
হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. মো. মোশায়ের উল ইসলাম রতন বলেন, পিসিআর যন্ত্রপাতি জার্মানির তৈরি। এই ল্যাবে প্রতি ৬ ঘণ্টায় ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। পিসিআর ল্যাবটি জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হবে।