জিএমপিতে নতুন কমিশনার

0
213
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে আনোয়ার হোসেন যোগদান করেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি যোগদান করেন।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া জানান, সকাল ১০টার দিকে জিএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে আনোয়ার হোসেন যোগদান করেছেন। এর আগে তিনি পুলিশ অধিদফতরের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।
সূত্র জানায়, জিএমপির নতুন কমিশনার আনোয়ার হোসেন ১৯৯৮ সালে পুলিশে যোগদান করেন। আনোয়ার হোসেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দেওয়াটি এলাকার শিক্ষক মো. আশরাফ হোসেন মঞ্জু মিয়ার ছেলে।
এর আগে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুলিশ অধিদফতরের ডিআইজি আনোয়ার হোসেনকে গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার হিসেবে এবং গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here